TRENDING:

জয় দিয়ে ফেড কাপ অভিযান শুরু বাগানের

Last Updated:

গোয়ার সমুদ্রে ভাসল নৌকো। ফেড কাপের প্রথম ম্যাচে সালগাওকরকে ৩-২ গোলে হারাল সঞ্জয় সেনের সবুজ মেরুন ব্রিগেড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাস্কো: গোয়ার সমুদ্রে ভাসল নৌকো। ফেড কাপের প্রথম ম্যাচে সালগাওকরকে ৩-২ গোলে হারাল সঞ্জয় সেনের সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের প্রথম মিনিটেই সনি, গ্লেনহীন মোহনবাগানকে এগিয়ে দেন জেজে। এরপরই অবশ্য হাওয়া ঘোরে। ২৬ মিনিটে স্কট আর তার পাঁচ মিনিটের মধ্যেই ব্যবধান বাড়িয়ে দেন কেলভিন। দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনতেই ফের গোলের স্বাদ পায় সবুজ মেরুন শিবির। ৭৭ মিনিটে অভিষেক দাস সমতা ফেরানোর পর, ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করেন জেজে।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
জয় দিয়ে ফেড কাপ অভিযান শুরু বাগানের