কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ইতিহাস গড়ে প্রথমবার SAFF মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ জেতে ইস্টবেঙ্গল। নেপালের দশরথ স্টেডিয়ামে ফাইনালে নেপাল এপিএফ-কে ৩-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লাল-হলুদ ব্রিগেড। উগান্ডার তারকা স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুত ২১ ও ৪৬ মিনিটে দুটি গোল করেন। এছাড়া ৩৫ মিনিটে হেমাম সিল্কি দেবীর গোলে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দল।
advertisement
ট্রফি হাতে কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ ও খেলোয়াড়দের ঘিরে ধরে উচ্ছ্বসিত সমর্থকেরা। কোনও রাজনৈতিক উপস্থিতি বা ভিআইপি ভিড় ছাড়াই নিখাদ ভালোবাসা ও আবেগে ভর করে উদ্যাপন চলে। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের নেতৃত্বে গোটা টুর্নামেন্টে অপরাজিত থাকে ইস্টবেঙ্গল। রক্ষণে দৃঢ়তা ও আক্রমণে আগ্রাসী ফুটবলই ছিল তাদের সাফল্যের মূল চাবিকাঠি।
আরও পড়ুনঃ আর কতদিন ওডিআই খেলবেন রোহিত? বিশ্বকাপের আগেই অবসর! বড় আপডেট দিলেন শর্মাজি
প্রসঙ্গত, গ্রুপ পর্বে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডকে ৪-০, পাকিস্তানের করাচি সিটিকে ২-০ এবং বাংলাদেশের নাসরিনকে ৭-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। নাসরিনের বিরুদ্ধে এক ম্যাচেই পাঁচ গোল করেন ফাজিলা ইকওয়াপুত। পুরো টুর্নামেন্টে ৯ গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতা হন। একটিও গোল না খেয়ে শিরোপা জিতে ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়নরা প্রমাণ করল, ভারতীয় মহিলা ফুটবলের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল।
