TRENDING:

বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় ফ্যানেরা, বাসেই তুমুল নাচ মোহনবাগান ফুটবলারদের, রইল ভিডিও

Last Updated:

ISL Champion Mohun Bagan: গোয়ায় স্বপ্নপূরণ হল বিশ্ব জুড়ে জুড়ে কোটি কোটি মোহনবাগান সমর্থকদের। মেগা ফাইনালে নির্ধারিত সময়ের ম্যাচের ফল ছিল ২-২। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ট্রফি ঘরে তুলল এটিকে মোহনবাগান। শহরে ফেরার পর প্রিয় দলকে ঘিরে বাঁধন হারা উচ্ছ্বাস ফ্যানেদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গোয়ায় শনিবার রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে বেঙ্গালুরুকে হারিয়ে ভারতসেরা হয়েছে মোহনবাগান। ফতোরদা স্টেডিয়ামে ম্যাচ শেষ হতেই বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছিল উৎসব। সবুজ-মেরুণ আবির খেলা থেকে মিষ্টি মুখ চলেছে সারা রাত। সকাল থেকে বাজারে চিংড়ির দামটাও অন্যান্য দিনের তুলনায় চড়া। শুধু অপেক্ষা ছিল প্রাণ প্রিয় দলে আইএসএল ট্রফি নিয়ে ঘরের ফেরার। আর রবিবাসরীয় বর্ষণমুখর দুপুরে সবুজ-মেরুণের নয়নের মণিরা ঘরে ফিরতেই বাঁধ ভাঙল উচ্ছ্বাস-উৎসবের। বাগান ফ্যানেদের উৎসাহ ও ভালোবাসের কাছে অনেকটা হার মানল প্রকৃতিও।
advertisement

পূর্ব ঘোষণা মতই রবিবার দুপুরে মোহনবাগান ১২টা ৪৫ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে এল আইএসএল চ্যাম্পিয়নরা। বাইরের শব্দব্রহ্ম দেখে বিদেশী ফুটবলার তো হতবাক। এমন স্বাগত পেয়ে আপ্লুত গোটা দল। বিমানবন্দর থেকে ফুটবলাররা বেরিয়ে আসছেন, সবুজ মেরুন আবির এবং পতাকা নিয়ে সমর্থকরা তাদের জড়িয়ে ধরলেন। ঢোল ব্যান্ড পার্টি নিয়ে বাজানো হল। চ্যাম্পিয়ন দলের নামে গগনভেদী চিৎকার।কোচ হুয়ান অবাক হয়ে দেখছিলেন সমর্থকদের পাগলামো। হাত নেড়ে প্রীতম, শুভাশিস, হুগোরা উঠে গেলেন বাসে।

advertisement

এরপর টিম বাসে আরপিএসজি অফিসে মমিনপুরে যাওয়ার পথে আকাশভাঙা বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টিকে কার্যত বেঙ্গালুরুর এফসির মতই হার মানিয়ে প্রিয় দলের বাসের সঙ্গে থাকলেন সমর্থকরা। বৃষ্টি মাথায় করেও উচ্ছাস উন্মাদনার কোনও অভাব নেই। বাসের ভিতর থেকে ফুটবলাররাও বারবার সাড়া দিচ্ছেলেন সমর্থকদের ভালোবাসার। বাসে গান চালিয়ে নাচতেও দেখা গেল মোহনবাগান ফুটবলারদের।

advertisement

অপরদিকে, মোহনবাগান ক্লাবও সেজে উঠেছে। দেবাশিস দত্ত ক্লাবে পৌছতেই তাকে গিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে সমর্থকরা। সবুজ-মেরুণ আবির মাখিয়ে তাকে বরণ করা হয়। সঙ্গে চলতে থাকে স্লোগান। আর স্লোগানের আওয়াজের লক্ষ্য যেন ওপারের ক্লাব পর্যন্ত যেন পৌছে যায়। মোহনবাগান ক্লাবেও চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা জানানোর নানা ব্যবস্থা করা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ISL Champion Mohun Bagan: ভারতসেরা মোহনবাগানের সেরা ১০টি ছবি, যা সর্বদা হৃদয়ে থেকে যাবে মেরিনার্সদের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে ম্যাচের ধকল, রাতভর সেলিব্রেশন ও সকালে শহরে ফেরা। ক্লান্ত দলের ফুটবলার, সাপোর্টিং স্টাফ সকলেই। আজ বড়সড় কোনও অনুষ্ঠান হচ্ছে না। তবে আগামি কয়েকদিন ধরে টানা সেলিব্রেশন চলবে সে কথা বলাই যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় ফ্যানেরা, বাসেই তুমুল নাচ মোহনবাগান ফুটবলারদের, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল