৩ তারকার আগামী দিন কেমন কাটবে তা নিয়ে কৌতুহল রয়েছে অনেকের। এর আগেও একাধিক ভবিষ্যদ্বাণী করেছেন জগন্নাথ গুরুজি। এবার সানিয়া মির্জার ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখিয়েছেন তিনি। শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর সানিয়ার আগামী উজ্জ্বল বলেই জানিয়েছেন জগন্নাথ গুরুজি। তবে আগামী দিনে সানিয়া নতুন করে কোনও সম্পর্কে জড়াবেন কিনা তা নিয়ে কোনও মন্তব্য করেননি জগন্নাথ গুরুজি।
advertisement
সানিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল হলেও শোয়েবকে নিয়ে আশার আলো দেখাতে পারেননি জগন্নাথ গুরুজি। কারণ শোয়েবের জীবনে আগামি দিনে খুব একটা উন্নতি দেখতে পাচ্ছেন না তিনি। তবে সানা জাভেদ আগামী দিনে অভিনয় জগতে উন্নতি করবেন বলে জানিয়েছেন জগন্নাথ গুরুজি।
আরও পড়ুনঃ Knowledge Story:কোন ভাষা উল্টো লিখলেও দেখাবে সোজা? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস
প্রসঙ্গত, সানিয়া মির্জা ও শোয়েব মালিকের সম্পর্ক যে স্থায়ী হবে না তা অনেক আগেই জানিয়েছিলেন জগন্নাথ গুরুজি। ২০২২ সালে সানিয়া-শোয়েবের সম্পর্কের ভাঙন ধরবে সেই আভাসও দিয়েছিলেন তিনি। এবার তাদের ভবিষ্যৎ নিয়ে জগন্নাথ গুরুজির ভবিষ্যদ্বাণী মেলে কিনা সেটাই দেখার।