TRENDING:

Fakhar Zaman: ১৯৩ করা ফখর জামানকে বোকা বানিয়ে রান আউট! বিতর্কে কুইন্টন ডি কক

Last Updated:

ক্রিকেটের আইন বলছে, ইচ্ছাকৃত ভাবে মনোসংযোগ ব্যাঘাত ঘটিয়ে বা ভুল ইঙ্গিত করে অথবা বাধা দিয়ে কোনও ফিল্ডার কোনও ব্যাটসম্যানের আউট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন আম্পায়াররা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়ান্ডারার্স: রবিবারই একদিনের ক্রিকেটে অসাধারণ ইনিংস খেলে নয়া রেকর্ড গড়েছেন পাকিস্তানের (Pakistan) ব্যাটসম্যান ফখর জামান (Fakhar Zaman)৷ দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান৷ যা একদিনের ক্রিকেটে রান তাড়া করে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর৷ মাত্র ১৫৫ বলে এই ইনিংস খেলেন তিনি৷ ফখরের অসামান্য ইনিংসের সৌজন্যেই দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৪২ রানের টার্গেটের কাছাকাছি পৌঁছে গিয়েছিল পাকিস্তান৷ শেষ পর্যন্ত অবশ্য ১৭ রানে হারতে হয় পাকিস্তানকে৷
advertisement

পাক ইনিংসের শেষ ওভারে রান আউট হন ফখর জামান৷ আর এই রান আউটকে ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক৷ আর এক্ষেত্রে পাক সমর্থক সহ গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশের কাছেই ভিলেন হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার কুইন্টন ডি কক৷

ওয়ান্ডারার্সে দ্বিতীয় একদিনের ম্যাচে জয় পাওয়ার জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩১ রান৷ ফখর জামান অবিশ্বাস্য ওই ইনিংস না খেললে অবশ্য খেলা অনেক আগেই শেষ হয়ে যেত৷ পাকিস্তানের জয়ের সম্ভাবনা ক্ষীণ থাকলেও ফখর জামান দ্বিশতরান করতে পারেন কি না, সেদিকেও নজর ছিল ক্রিকেটপ্রেমীদের৷ ৫০ তম ওভারের প্রথম বলে স্ট্রাইকে ছিলেন পাক ওপেনারই৷ লং অফের দিকে বল মেরেই দু' রানের জন্য ছোটেন তিনি৷ ফখর যখন দ্বিতীয় রান সম্পূর্ণ করতে পড়িমড়ি করে স্ট্রাইকিং এন্ডে ফিরছেন, তখনই বিতর্কের সূত্রপাত৷ কারণ লং অফে বলটি ধরে উইকেটকিপারের দিকেই থ্রো করেন লুঙ্গি এনগিদি৷ অথচ দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার হাত দিয়ে এমন ইঙ্গিত করেন, যাতে মনে হয় বলটি নন স্ট্রাইকিং এন্ডে অর্থাৎ উইকেটের উল্টো প্রান্তে ছুড়েছেন ফিল্ডার৷

advertisement

দক্ষিণ আফ্রিকার কিপার এই ইশারা করছেন দেখেই নিশ্চিন্ত হয়ে দৌড়ের গতি কমিয়ে দেন ফখর জামান৷ বরং উল্টো প্রান্তে তাঁর সতীর্থ ব্যাটসম্যান ক্রিজে পৌঁছতে পারলেন কি না, ঘাড় ঘুরিয়ে তা দেখার চেষ্টা করেন পাকিস্তানি ওপেনার৷ আর সেই সুযোগেই তাঁকে রান আউট করে দেন ডি কক৷ কারণ ততক্ষণে ফিল্ডারের ছোড়া বল সরাসরি তাঁর হাতে চলে এসেছে৷

advertisement

আর এই ঘটনার পরই ডি ককের সমালোচনায় সরব হয়েছেন বহু ক্রিকেটপ্রেমী৷ অনেকেই অভিযোগ করেছেন, ফখরের নজর ঘুরিয়ে দিতেই চালাকি করে ভুল ইঙ্গিত করেছেন দক্ষিণ আফ্রিকার কিপার৷ আউট হয়ে যাওয়ায় ৭ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া হয় ফখর জামানের৷ পাকিস্তানের জয়ের সামান্যতম আশাটুকুও শেষ হয়ে যায়৷ আম্পায়াররা অবশ্য ফখর জামানকে সঙ্গে সঙ্গেই আউট দিয়ে দেন৷

advertisement

তবে ক্রিকেটের আইন বলছে, ইচ্ছাকৃত ভাবে মনোসংযোগ ব্যাঘাত ঘটিয়ে বা ভুল ইঙ্গিত করে অথবা বাধা দিয়ে কোনও ফিল্ডার কোনও ব্যাটসম্যানের আউট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন আম্পায়াররা৷ আইসিসি-র ক্রিকেট আইনেই এর বিশদে ব্যাখ্যা দেওয়া আছে৷ মাঠে থাকা আম্পায়াররাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন৷ এ ক্ষেত্রে কোনও ব্যাটসম্যান তো আউট হবেনই না, উল্টে ব্যাটিং টিম পেনাল্টি হিসেবে ৫ রান পাবে৷ শুধু তাই নয়, ওই বলটিও ডেড বল ঘোষণা করা হবে৷ যার অর্থ বাড়তি এক বল পাবে ব্যাটিং টিম৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

সেই হিসেবে আম্পায়াররা যদি ডি ককের ওই ইশারাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে ঘোষণা করে ফখর জামানের আউটের সিদ্ধান্ত বাতিল করতেন, তাহলে ওই একসঙ্গে ৭ রান পেত পাকিস্তান (দৌড়ে ২ রান, সঙ্গে ৫ রান পেনাল্টি)৷ বলটিও বাতিল হত৷ ফলে জয়ের জন্য হিসেব দাঁড়াত ৬ বলে ২৪৷ ফলে, মাঠে থাকা দুুই আম্পায়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে৷ ফখর জামান আউট হওয়ার পরেও শেষ ওভারে ১৪ রান তুলেছিল পাকিস্তান৷ কুইন্টন ডি কক সত্যিই অসাধু উপায়ে ফখর জামানকে বোকা বানিয়ে আউট করলেন কি না, তাই নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় জোর বিতর্ক শুরু হয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Fakhar Zaman: ১৯৩ করা ফখর জামানকে বোকা বানিয়ে রান আউট! বিতর্কে কুইন্টন ডি কক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল