সানিয়া মির্জার গত কয়েক মাসের একাধিক পোস্ট জানিয়ে দিয়েছিল, দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে না তাঁর। তবে সরকারিভাবে কোনও খবর ছিল না তাঁদের বিচ্ছেদের। সেই খবর পাকা হয়েছে শোয়েবের তৃতীয় বিয়ের পর।
আরও পড়ুন- স্ত্রীর মাথায় ৭টি গুলি! ফাঁসি বিশ্বজয়ী দেশের ক্রিকেটারের, তোলপার হয়েছিল বিশ্ব
পাক অভিনেত্রী সানা জাভেদকে নিকাহ্ করেছেন শোয়েব মালিক। সানিয়া কিন্তু তার পরও চুপই ছিলেন। সানিয়ার পরিবারের তরফে জানানো হয়েছিল, কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়। সানিয়া তা নিয়ে প্রকাশ্যে কিছু জানাতে চাননি।
advertisement
আপাতত নিঃসঙ্গ জীবনযাপন করছেন সানিয়া মির্জা। প্রায় একই অবস্থা ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামিরও। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়নি। তবে তাঁরা আলাদাই থাকেন।
শামির সঙ্গে বহুদিন ধরেই হাসিন জাহানের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এই নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। মামলার জন্য শামিকে মাঝেমধ্যে আদালতে হাজিরাও দিতে হয়।
আরও পড়ুন- মুখে বাঁশি, একা হাতে সামলান ২২ জন পুরুষকে, প্রচুর লড়াইয়ে আজ এই সাফল্য তরুণীর
শোয়েব-সানিয়ার বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গেলেন মহম্মদ শামি! কেউ বা কারা শামির সঙ্গে সানিয়ার একটি ছবি জুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিল।
এই নিয়ে অনেকেই অপ্রত্যাশিত আবদারও করেছেন। কেউ বলেছেন, শামিকেই এবার বিয়ে করা উচিত সানিয়া মির্জার। কেউ দাবি করেছেন, সানিয়া মির্জা ও শামি প্রায় কাছাকাছি বয়সের। দু’জনের সম্পর্কের রসায়ন ভালো হতে পারে। তবে দুজনের সম্পর্কের কোনও সত্যতা নেই।