পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সোমবার (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর সোশ্যাল মিডিয়া মাধ্যম এক্স-এ তিনি জানান, প্রধানমন্ত্রীকে আইসিসি-সংক্রান্ত সব বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন সব বিকল্প খোলা রেখে সমাধান খোঁজা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
যদি পাকিস্তান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তারা হবে এই টুর্নামেন্ট থেকে বাদ পড়া দ্বিতীয় দল। এর আগে বাংলাদেশও টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। আইসিসি বাংলাদেশ দলের ম্যাচ শ্রীলঙ্কায় সরাতে রাজি না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নেয়। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের পর আইসিসি তাদের আবেদন প্রত্যাখ্যান করেছিল।
আরও পড়ুনঃ রোহিত-কোহলির জন্য পলিসি বদল করতে বাধ্য হচ্ছে বিসিসিআই? সামনে এল বড় আপডেট
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে তাদের জায়গায় সুযোগ পায় সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের পরের দল, যারা কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের জায়গায় ইতিমধ্যে স্কটল্যান্ড সুযোগ পেয়েছে। পাকিস্তান সরে দাঁড়ালে তাদের জায়গায় খেলবে উগান্ডা। উগান্ডা টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে রয়েছে এবং এর আগে একবার বিশ্বকাপে অংশ নিয়ে একটি ম্যাচে জয় পেয়েছিল।
