সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাটানগর এর একটি জমি রয়েছে। যে জমিতে স্কুল তৈরি হওয়ার কথা রয়েছে। জায়গা ঘিরে তালা দেওয়া হয়েছিল। তবে সৌরভের পিএ তানিয়া ভট্টাচার্যের অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী সেই জমিতে তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিল। অভিযোগ, জমিতে জবরদস্তি ঢুকতে গেলে বাধা দিলে সৌরভের নিরাপত্তারক্ষীদের মারধরও করা হয়। নিরাপত্তার যে দায়িত্বে আছে তাকেও ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ Asia Cup 2023: হাইব্রিড মডেলেই এশিয়া কাপ ২০২৩, ঘোষিত হল প্রতিযোগিতার তারিখ ও ভেন্যু
তানিয়া ভট্টাচার্যের আরও অভিযোগ, ফোন করে তাঁকেও রীতিমত হুমকি দেওয়া হয়েছে। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত থাকেননি, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ। পুরো ঘটনায় অভিযোগের তির সুপ্রিয় নামে এক ব্যক্তির দিকে। ইতিমধ্যেই মূল অভিযুক্তের বিরুদ্ধে মহেশতলা থানায় এফআইআর দায়ের করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পিএ তানিয়া ভট্টাচার্য। তদন্ত শুরু করেছে পুলিশ।