TRENDING:

Lalit Modi Passport Row: ভেবেছিলেন নতুন ছকেই হবে কিস্তিমাত, পাসপোর্টের নতুন খেলায় ফসকে গেল ম্যাচ, কী করবেন ললিত মোদি

Last Updated:

Lalit Modi Passport Row: ‘প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা চলছে’; তদন্ত চলাকালীনই ললিত মোদির পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিলেন ভানুয়াতুর প্রধানমন্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
: দিন কয়েক আগেই লন্ডনে ভারতীয় হাই কমিশনের কাছে নিজের ভারতীয় পাসপোর্ট সমর্পণ করার আবেদন করেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-র প্রক্তন প্রতিষ্ঠাতা ললিত মোদি। এদিকে তার দিন কয়েক পরেই সোমবার ললিত মোদির উদ্দেশ্যে জারি করা পাসপোর্ট বাতিল করার জন্য সিটিজেনশিপ কমিশনকে নির্দেশ দিলেন ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাত। তাঁর বক্তব্য, এভাবে আসলে পলাতক ওই ব্যক্তি নিজের প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা করছেন।
সোমবার ললিত মোদির উদ্দেশ্যে জারি করা পাসপোর্ট বাতিল করার জন্য সিটিজেনশিপ কমিশনকে নির্দেশ দিলেন ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাত
সোমবার ললিত মোদির উদ্দেশ্যে জারি করা পাসপোর্ট বাতিল করার জন্য সিটিজেনশিপ কমিশনকে নির্দেশ দিলেন ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাত
advertisement

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর এসেছে যে, আইপিএল-এর শীর্ষ প্রধান থাকাকালীন কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভারতীয় আইন প্রণয়নকারী সংস্থাগুলি আইপিএল প্রাক্তন প্রধানকে খুঁজছে। রিপাবলিক অফ ভানুয়াতু-র তরফে প্রকাশিত একটি অফিসিয়াল প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাম্প্রতিক কালে প্রকাশিত কিছু তথ্য দেখার পর আমি সিটিজেনশিপ কমিশনকে ললিত মোদির জন্য জারি করা পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছি। সেই প্রেস বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “বিগত ২৪ ঘণ্টায় আমায় সচেতন করানো হয়েছে যে, যুক্তিসঙ্গত বিচার্য প্রমাণের অভাবে ইন্টারপোল ২ বার ভারতীয় কর্তৃপক্ষের ললিত মোদির বিরুদ্ধে সতর্কতা নোটিস জারি করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এই ধরনের যে কোনও সতর্কতার ফলে ললিত মোদির নাগরিকত্বের আবেদন আপনি-আপনিই প্রত্যাখ্যাত হয়ে যেত।”

advertisement

আরও পড়ুন – Crime Against Women In Bangladesh: বাংলাদেশে চরম পরিস্থিতি, মহিলারা সুরক্ষিত নন, রাস্তায় তোলপাড় আন্দোলন, কোনও মেয়েরাই রেহাই পাচ্ছেন না

এখানেই শেষ নয়, ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “ভানুয়াতুর পাসপোর্ট থাকা একটা বিশেষ সুবিধা। অধিকার নয় আর বৈধ কারণের দেখিয়ে তবেই আবেদনকারীদের নাগরিকত্ব চাওয়া উচিত। এই বৈধ কারণগুলির মধ্যে কোনওটিই প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা নয়, যা সাম্প্রতিক প্রকাশিত তথ্যগুলি স্পষ্ট ভাবে ললিত মোদির উদ্দেশ্যকে ইঙ্গিত করে।”

advertisement

ললিত মোদি প্রথমে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-র ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। বিড-রিগিং, মানি লন্ডারিং এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ১৯৯৯ লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ২০১০ সালে ভারত ছেড়েছিলেন তিনি। এদিকে সেই সময় তাঁর বিরুদ্ধে আন-অথরাইজড ফান্ড ট্রান্সফার-সহ আর্থিক অসদাচরণের অভিযোগে তদন্ত চলছে।

সূত্র বলছে যে, ললিত মোদির ভানুয়াতু পাসপোর্ট বাতিল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নিউজিল্যান্ডে ভারতীয় হাই কমিশনার নীতা ভূষণ। শুধু তিনিই নন, অন্যান্য দ্বীপরাষ্ট্রও কিন্তু এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে।

advertisement

এদিকে গত ৭ মার্চ নিজের ভারতীয় পাসপোর্ট সমর্পণ করার আবেদন করেছিল ললিত মোদি। বিদেশ মন্ত্রকের তরফে এই খবরে সীলমোহর দেওয়া হয়েছে। জানা গিয়েছিল যে, লন্ডন ছেড়ে দিয়েছেন তিনি। ভানুয়াতুর নাগরিকত্ব অর্জন করেছিলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে, লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনে নিজের পাসপোর্ট সমর্পণের জন্য আবেদন করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

তাঁর বক্তব্য, বিদ্যমান নিয়ম এবং পদ্ধতিতেই এটি পরীক্ষা করা হবে। আমাদের এটাও বুঝতে হবে যে, তিনি ভানুয়াতুর নাগরিকত্ব অর্জন করেছেন। আইন অনুযায়ী আমরা তার বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছি।

বাংলা খবর/ খবর/খেলা/
Lalit Modi Passport Row: ভেবেছিলেন নতুন ছকেই হবে কিস্তিমাত, পাসপোর্টের নতুন খেলায় ফসকে গেল ম্যাচ, কী করবেন ললিত মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল