TRENDING:

একে বলে কপাল! রাতারাতি কোহলির থেকে বেশি 'বড়লোক' অজয় জাদেজা, আজব কাণ্ড!

Last Updated:

Ajay Jadeja- বিজয়া দশমীর দিনেই নওয়ানগরের (এখন জামনগর) নতুন জাম সাহেব হিসেবে ঘোষণা করা হয়েছে তাঁর নাম। নওয়ানগরের প্রাক্তন জাম সাহেব শত্রুস্যাল্যসিংহজি দিগ্বিজয়সিংহজি তাঁর জেঠু। জাদেজার নাম তাই উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ম্যাচ গড়াপেটায় নাম জড়িয়েছিল তাঁর। এর পর ২০০০ সালে অবসর নিয়েছিলেন ক্রিকেট থেকে। তার পর প্রায় বিস্মৃতির আড়ালে চলে যান তিনি। সেই অজয় জাদেজা দুম করে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিকে টপকে বিশ্বের ধনীতম ক্রিকেটার হয়েছেন! কিন্তু কীভাবে এত সম্পত্তির মালিক হলেন তিনি?
advertisement

নয়ের দশকে ভারতীয় ক্রিকেট মাতানো অলরাউন্ডার এখন মোট সম্পত্তির পরিমাণে বিরাটকে ছাপিয়ে গেলেন। রাজকীয় পরিবর্তন ঘটে গেল তাঁর জীবনে। কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘এ প্লাস’ ক্যাটেগরির ক্রিকেটার। তাঁর বার্ষিক বেতন ৭ কোটি টাকা।

আরও পড়ুন- শনিবার আইএসএল ডার্বি, বুধবার থেকেই মিলবে টিকিট!দুই ক্লাব ছাড়াও কোথায় কাউন্টার?

advertisement

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএল খেলেন তিনি। চুক্তি ১৫ কোটি টাকার। ব্ল্যু ট্রাইব, ইউনিভার্সাল স্পোর্টসবিজ, এমপিএল ও স্পোর্টস কনভোর মতো সাতটি স্টার্ট-আপ ব্র্যান্ডকে এনডোর্স করেন বিরাট কোহলি। মোট ১৮টি ব্র্যান্ড এনডোর্সমেন্টের সঙ্গে যুক্ত কোহলি। কোহলির মোট সম্পত্তির পরিমাণ এখন ১০০০ কোটি টাকারও বেশি!

এদিকে, বিজয়া দশমীর দিনেই নওয়ানগরের (এখন জামনগর) নতুন জাম সাহেব হিসেবে ঘোষণা করা হয়েছে তাঁর নাম। নওয়ানগরের প্রাক্তন জাম সাহেব শত্রুস্যাল্যসিংহজি দিগ্বিজয়সিংহজি তাঁর জেঠু। জাদেজার নাম তাই উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়েছে।

advertisement

আরও পড়ুন- তুমুল বৃষ্টিতে কাঁপছে বেঙ্গালুরু,দুপুরের পর আরও বৃষ্টির অশনি,কী হবে Ind vs NZ এ

শত্রুস্যাল্যসিংহজি দিগ্বিজয়সিংহজি জাদেজা তাঁর ভাইপোকে জামনগরের নতুন উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করেছেন। জাদেজার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়াল ১৪৫০ কোটি টাকা!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জামনগরের নওয়ানগর আলাদা রাজ্য ছিল দেশ স্বাধীন হওয়ার আগে। জামনগরের রাজপরিবারের সঙ্গেও ক্রিকেটের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অজয় জাদেজার ঠাকুরদা দিগ্বিজয়সিংহজি জাদেজাও ক্রিকেটার ছিলেন। ১৯৩৭ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত বিসিসিআই-এর অন্যতম সভাপতি ছিলেন। দিগ্বিজয়সিংহজি জাদেজা ১৯৩৩ সালে জাম সাহেবের উপাধি পান। সৌরাষ্ট্রের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
একে বলে কপাল! রাতারাতি কোহলির থেকে বেশি 'বড়লোক' অজয় জাদেজা, আজব কাণ্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল