তবে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভারতীয় শিবির ভয় পেতে রাজি নয়। নিউজিল্যান্ডের মাটিতে দোল উৎসবে মেতেছিল ভারতের মেয়েরা। দলের কোচ এবং সাপোর্ট স্টাফরাও মজা করলেন। তবে আনন্দ করলেও মিশন অস্ট্রেলিয়া নিয়ে সতর্ক ভারতের মেয়েরা। স্মৃতি মান্ধনা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অস্ট্রেলিয়া নিঃসন্দেহে টুর্নামেন্টের সেরা দল। বিশ্বকাপে দুরন্ত খেলছে।
advertisement
কিন্তু মনে রাখতে হবে ২০২১ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে আমরা দুরন্ত লড়াই করেছিলাম। ১-২ ব্যবধানে হেরে গেলেও প্রচুর ঘাম ঝরাতে হয়েছিল ওদের। তাছাড়া ২০১৭ বিশ্বকাপে ভারতের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। আমরা জানি এই মুহূর্তে ওদের হারানো প্রচন্ড কঠিন। কিন্তু অসম্ভব নয়। অস্ট্রেলিয়া দলের রয়াচল হেনস্ সবচেয়ে বিপদজনক খেলোয়াড় মনে করেন স্মৃতি।
এছাড়াও অধিনায়ক মেগ ল্যানিং, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার ম্যাচের ভোল পাল্টে দিতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে অনেক পিছিয়ে ভারত। ৪৯ বারের সাক্ষাৎকারে মাত্র ১০ বার জিতেছে ভারত। তবে স্মৃতি মনে করেন ইডেন পার্কে ম্যাচটার গুরুত্ব ভারতীয় দলের সকলেই জানেন। পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড়, মেঘনা সিং, ঝুলন গোস্বামীদের বোলিং ইউনিটের ওপর অনেকটা নির্ভর করবে অস্ট্রেলিয়াকে কত কম রানে আটকে দিতে পারে ভারত।
পাশাপাশি ভারত যদি প্রথমে ব্যাট করে তাহলে দুজন ওপেনার ভাটিয়া এবং স্মৃতিকে আগ্রাসী অথচ ঝুঁকিহীন ক্রিকেট খেলতে হবে। অধিনায়ক মিতালি চারটি ম্যাচে ডাহা ব্যর্থ। তাকে সামনে থেকে পারফর্ম করতে হবে। এই ম্যাচে তার কাছে অনেক কিছু প্রমাণ করার। অধিনায়ক হিসেবে তার খেলা নিয়ে সংবাদমাধ্যমে কাটাছেড়া চলছে জানেন মিতালি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল রান করতে পারলে সমালোচনা বন্ধ করা সম্ভব মনে করেন তিনি। তবে অস্ট্রেলিয়াকে হারাতে গেলে ভারতকে টিম গেম খেলতে হবে। প্রত্যেককে অবদান রাখতে হবে। ক্রিকেটে অসম্ভব বলে কিছু হয় না। এই ম্যাচটা ভারত আন্ডারডগ হিসেবে শুরু করলেও জিতে গেলে আত্মবিশ্বাসের চূড়োয় উঠে যাবে।