TRENDING:

ইউরোর কিক অফ ম্যাচে রোমানিয়ার প্রতিপক্ষ ফ্রান্স

Last Updated:

ইউরোপ সেরার লড়াইয়ে নেমে পড়ছে ২৪টি দেশ। প্রথম দিনেই রোমানিয়ার সামনে ফেভারিট ফ্রান্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস:  লাতিন সেরার যুদ্ধের মধ্যে অনেকদিন আগেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইউরো। ইউরোপ সেরার লড়াইয়ে নেমে পড়ছে ২৪টি দেশ। প্রথম দিনেই রোমানিয়ার সামনে ফেভারিট ফ্রান্স। জিদান জমানার পর এতো ভালো ব্যালান্সড দল না কি হয়নি ‘দ্য ব্লুজ’দের।
advertisement

পল পোগবা, অ্যান্তোনিও গ্রিজমান, অলিভার জিঁরু। জিদান জমানার পর আবারও একসঙ্গে এত জন ম্যাচ উইনার ফরাসি দলে। দেশের মাটিতে ইউরোপ সেরার লড়াইয়ে তাই ফেভারিট হিসেবেই শুরু করবে দিঁদিয়ের দেশঁর ফ্রান্স।

করিম বেঞ্জিমার গরহাজিরাতেও ইউরো শুরুর ম্যাচে রোমানিয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেই শুরু করবে আয়োজক ফ্রান্স। অ্যালবেনিয়া-সুইজারল্যান্ডের গ্রুপে টেবল শীর্ষে থেকে নক-আউটে যেতে জয় দিয়েই শুরু করতে চাইছেন দিঁদিয়ের দেশঁ।

advertisement

যদিও রাফায়েল ভারানে ও জেরেমি ম্যাথিউর চোটে ডিফেন্স নিয়ে যথেষ্ট চিন্তায় টিম ম্যানেজমেন্ট। সাগনা, কসেইনি, এভ্রার সঙ্গে প্রথম এগারোয় ডিফেন্স আগলানোর দায়িত্বে তাই আদিল রামি।

জুভেন্তাসের পল পোগবাকে রোনাল্ডোর ফরাসি জবাব বলছে ইউরোপের ফুটবল মহল। ইউরোয় দেশঁর সাফল্যের চাবিকাঠি না কি লুকিয়ে রয়েছে পোগবার পায়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফেভারিটদের তালিকায় না থাকলেও অঘটন ঘটানোর ক্ষমতা রাখে রোমানিয়া। প্রস্তুতি ম্যাচে জর্জিয়াকে পাঁচ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের আল্পসে চড়েই ইউরোয় নামবে হোবান, তোর্জেরা। শুরুর ম্যাচ থেকেই ইউরো জ্বরে তাই ঝলসে যাওয়ার অপেক্ষায় ফুটবল দুনিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ইউরোর কিক অফ ম্যাচে রোমানিয়ার প্রতিপক্ষ ফ্রান্স