বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউরো কাপের ৬ টি গ্রুপের ৪টি করে দলকে বাছাই করা হয়। গ্রুপ ঘোষণার আগে ২৪টি দলকে ৪টি পটে ভাগ করা হয়েছিল। সেখান থেকেই ড্র-এর মাধ্যমে ৬টি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ বিন্যাসের পর দেখা যায় অপেক্ষাকৃত সহজ গ্রুপেই পড়েছে আয়োজক জার্মানি। তাদের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইৎজারল্যান্ড। গ্রুপ বি -কে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। ৩টি বড় দল রয়েছে এই গ্রুপে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি সহ রয়েছে স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।
advertisement
গ্রুপ সি-তে রয়েছে গতবারের রানার্সআপ ইংল্যান্ড। অপেক্ষাকৃত সহজ গ্রুপ। ইংল্যান্ডের সঙ্গে রয়েছে স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া। গ্রুপ ডি-ও যথেষ্ট কঠিন। ফ্রান্স, নেদারল্যান্ডস ও অস্ট্রেয়ার সঙ্গে থাকছে প্লে অফের একটি দল। পোল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড বা এস্তোনিয়ার মধ্যে একটি দল যোগ দেবে গ্রুপ ডি-তে। গ্রুপ ই-তে রয়েছে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও প্লে অফের একটি দল। ইসরায়েল, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ইউক্রেন ও আইসল্যান্ডের যে কোনও ঢুকবে এই গ্রুপে।
গ্রুপ এফ-এ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এটি রোনাল্ডোর শেষ ইউরো কাপ হতে চলেছে তা একপ্রকার নিশ্চিৎ। এই গ্রুপের পর্তুগাল ছাড়াও রয়েছে তুরস্ক, চেক রিপাবলিক ও প্লে অফের একটি দল। জর্জিয়া, গ্রিস, কাজাখস্তান ও লুক্সেমবার্গের মধ্যে একটি দল প্লে অফ থেকে উঠে এসে যোগ দেবে এই গ্রুপে।
এক ঝলকে দেখে নিন ইউরো কাপের গ্রুপ বিন্যাস:
গ্রুপ এ– জার্মানি (আয়োজক), স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইৎজারল্যান্ড
গ্রুপ বি– স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
গ্রুপ সি-স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ ডি– প্লে অফের দল, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
গ্রুপ ই-বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফের দল
গ্রুপ এফ-তুরস্ক, প্লে-অফের দল, চেক রিপাব্লিক, পর্তুগাল
আরও পড়ুনঃ Lionel Messi: ২০২৬ বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি! আর্জেন্টিনা তারকার ইঙ্গিতে মুখে হাসি ফ্যানেদের
প্রসঙ্গত, ইউরো কাপ ২০২৪ শুরু হবে ১৪ জুন। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক জার্মানি ও স্কটল্যান্ড। এক মাস ধরে চলবে প্রতিযোগিতা। জার্মানির ১০টি শহরে হবে প্রতিযোগিতা। ১৪ জুলাই বার্লিনে হবে ইউরো ২০২৪-এর মেগা ফাইনাল।