আরও পড়ুন: দেশে জ্বালানি তেল ফুরাচ্ছে, বাড়ন্ত কেরোসিন, চলে যাচ্ছে চোরা কারবারিদের কাছে!
প্রথমবার ভারতীয় দলে পাওয়ার সুযোগ একশো শতাংশ কাজে লাগাতে চান তিনি। সেই জন্য দিনরাত এক করে অনুশীলন করে চলেছেন। নিউজ18 বাংলাকে ঈশান জানান, "দীর্ঘদিনের স্বপ্ন পূরণ। অনেক কষ্ট করে এই খেলাটা চালিয়ে যেতে হয়েছে। সাধারণত এই সব খেলায় স্পনসর পাওয়া কঠিন। আশা করি দেশের নাম উজ্জ্বল করতে পারব।" কম বয়সে বাবাকে হারানোর পর সংসারের দায়িত্ব ঈশানের কাঁধে এসে পড়ে। নিজে অনুশীলন করার পাশাপাশি কোচ হিসেবে একটি ট্রেনিং স্কুল চালান। কিকবক্সিং এ আসার গল্প বলতে গিয়ে ঈশান বলছিলেন, "ছোট থেকেই আর্থিক অবস্থা ভাল নয় আমাদের। প্রথমে পাড়ার এক দাদার উৎসাহে তাঁর কাছেই ক্যারাটেতে ভর্তি হই। তার পর সেখান থেকে বক্সিংয়ে চলে যাই। কিন্তু সেই সময়ে কিকবক্সিং খেলাটা আমাকে আকর্ষণ করে। এখানে হাত এবং পা দুটোই ব্যবহার করা যায়। প্রথমদিকে সে রকম কোনও প্রশিক্ষণ পাচ্ছিলাম না। পরে পার্থ স্যারের হাত ধরে সঠিক অনুশীলন শুরু করি। কম দিনের মধ্যেই সাফল্য পেয়েছি।" ২৯ বছর বয়সে ভারতীয় দলে সুযোগ এটা কি একটু দেরি হয়ে গেল না?
advertisement
আরও পড়ুন: সিঙ্গল বেঞ্চের লাগাতার 'বিস্ফোরণ', সরে দাঁড়াল ডিভিশন বেঞ্চ! হাই কোর্টে বেনজির ঘটনা
ঈশান এর বক্তব্য," সাধারণত বক্সিং বা বডি কনট্যাক্ট হিসেবে যে খেলা গুলো রয়েছে তার জন্য এই বয়সটা একটু বেশি। তবে ৪০ বছর বয়সেও অনেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামছেন এরকম উদাহরণ রয়েছে। আমি যে সুযোগ তো পেয়েছি সেটা শুধু কাজে লাগাতে চাই।" নিজের গল্প বলতে গিয়ে ঈশান বলছিলেন, "এক সময় রোজগারের জন্য রিং ফাইট করেছি। এশিয়ার বিভিন্ন দেশে খেলেছি। তবে কিক বক্সিং করতে এসে মনে হয়েছে এই খেলাটার জন্যই আমি এত দিন অপেক্ষা করছিলাম।" অলিম্পিকে এখনও কিকবক্সিং-এর অন্তর্ভুক্তি হয়নি। ফলে মাইলেজ পাওয়াটা কঠিন বলে মনে হয়? ঈশান জানান, "শুনেছি আগামী দিনে অলিম্পিকে কিকবক্সিং অন্তর্ভুক্ত হবে। আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমোদিত সংস্থার হয়ে খেলতে যাচ্ছি। কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া প্রজেক্ট-এর অন্তর্ভুক্ত রয়েছে কিকবক্সিং। আস্তে আস্তেই খেলাটা জনপ্রিয় হচ্ছে। আশা করি আরও সুযোগ বাড়বে। আমাকে দেখে হয়ত আরও অনেকেই এই খেলায় আসবে।" অর্থকষ্ট এক সময় নিত্যসঙ্গী ছিল ঈশানের। সেই অবস্থায় কিকবক্সিং চালিয়ে যাওয়া কতটা কঠিন ছিল? হাসিমুখে ঈশানের জবাব," লড়াই করতে পারলেই তো সাফল্য আসবে। বিশ্বাস করি এই খেলা খেলেও গাড়ি কেনা যায়। সেরকমই উদাহরণ হিসেবে নিজেকে তৈরি করতে চাই। আমার কঠিন সময় আমার লড়াইয়ের অনুপ্রেরণা। আশা করি নিজেকে প্রমাণ করতে পারব জাতীয় দলের হয়ে।" বুধবারই চেন্নাই উড়ে যাচ্ছে ঈশান। তার আগে তার ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। সব কিছুর মাঝেই দেশের হয়ে সোনা জয়ের লক্ষ্যে নিজেকে তৈরি করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিবেশী ঈশান দাস।
ERON ROY BURMAN