অধিনায়ক হওয়ার পর এমন ম্যাচে হার শুভমন গিলের! আজ রাতে হয়তো ঘুম আসবে না তাঁর! লিডস টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর আগে অনেকে আশা করেছিলেন, ভারত হয়তো ম্যাচটা জিতবে! কারণ যে কোনও পরিস্থিতিতে টেস্ট ম্যাচের পঞ্চম দিন কোনও দলের পক্ষেই ৩৫০ রান তাড়া করা কঠিন। তার উপর আকাশ মেঘলা।
আরও পড়ুন- প্রথম সেশনে উইকেট নিতে ব্যর্থ, ইংল্যান্ডের লড়াইয়ে চাপ বাড়ছে ভারতের উপর
advertisement
আজ তো বোলারদের দাপট দেখানোর কথা ছিল! কিন্তু বাস্তবে হল উল্টো! ৩৭১ রান তাড়া কে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। লিডস টেস্টে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড। এখনও চারটে টেস্ট বাকি। বোলিং ও ফিল্ডিং-এ ভারত যা জঘন্য অবস্থা দেখাল, তাতে এই সিরিজে আরও ভয়ানক কিছু অপেক্ষা করে আছে ভারতের জন্য।
এমন অপ্রত্যাশিত হারের পর শুভমান গিল বলেছেন, ‘মনে রাখার মতো টেস্ট ম্যাচ। আমাদের সামনে সুযোগ ছিল। ক্যাচ মিস, লোয়ার অর্ডারের রান না পাওয়া আমাদের ভুগিয়েছে। চতুর্থ দিন আমরা ভেবেছিলাম ওদের ৪৩০ রানের টার্গেট দিতে পারব। কিন্তু মাত্র ২৫ রানে আমাদের শেষের উইকেট সব পড়ে যায়। আজও আমরা ভেবেছিলাম, জয়ের সুযোগ আছে। এই হার দুর্ভাগ্যজনক’
ভারত প্রথম ইনিংসে করেছিল ৪৭১, দ্বিতীয় ইনিংসে ৩৬৪। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৬৫। দ্বিতীয় ইনিংসে ৩৭৩/৫।