ভারত যে ফুটবলের বড় মার্কেট সেটা জানে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব। চেলসি ছাড়াও ম্যান ইউনাইটেড এবং আর্সেনালের ফ্যান ক্লাব রয়েছে ভারতে। এইসব ভারতীয় সমর্থকদের আরো কাছাকাছি আসার জন্য এবং ইংল্যান্ডে গিয়ে মাঠে বসে প্রিমিয়ার লিগের খেলা দেখার জন্য বহুদিন আগে থেকেই ভারতের বাজার ধরতে চায় বিভিন্ন প্রিমিয়ার লিগ ক্লাব।
অনেক সময় প্রি সিজন ট্রেনিং করতে এইসব ক্লাব এশিয়ার ফুটবল উন্নত দেশগুলোয় আসে। তবে তাতে ভারত কখনই ছিল না। জাপান, দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরব তাদের পছন্দের জায়গা। কেউ কেউ আরব আমিরশাহী আরব আমিরশাহীকেও পছন্দ করেন। অবশ্যই এসব দেশের ফুটবল পরিকাঠামো ভারতের তুলনায় অনেক এগিয়ে।
advertisement
ভারতে চারটি ম্যাচ খেলতে আসছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই দল অক্টোবর মাসে ভারতে চারটি ম্যাচ খেলবে। এর মধ্যে যুবভারতীতেই হবে দু’টি খেলা। বাকি দু’টি ম্যাচের একটি ভুবনেশ্বরে অন্যটি জামশেদপুরে। বিপক্ষে সাদাম্পটন এবং ব্রেন্টফোর্ড। কলকাতায় ২ অক্টোবর সাউদাম্পটন এবং ১৬ অক্টোবর ব্রেন্টফোর্ডকে খেলবে চেলসি। ২৩ অক্টোবর ভুবনেশ্বরে নরউইচ এবং ৩০ অক্টোবর জামশেদপুরে নিউক্যাসেলের বিরুদ্ধে খেলবে তারা।