৩১ বছরের জেসন রয় আগামী ২ টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না৷ কিন্তু ভাল ব্যবহারের কারণে এই শাস্তি ১২মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর ওপর ২৫০০ পাউন্ডের জরিমানাও ধার্য করা হয়েছে৷ ২০১৪ সালে আন্তর্জাতিক কেরিয়ারে অভিষেক ঘটানো জেসন রয় ৫ টি টেস্ট ম্যাচ, ৯৮ টি একদিনের ম্যাচ, ৫৮ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ টেস্টে তাঁর মোট রান ১৮৭ রান, ওয়ানডে তে ৩৬৫৮ রান, টি টোয়েন্টিতে ১৪৪৬ রান রয়েছে৷ ওয়ানডে তে তাঁর নামে ৯ টি শতরান রয়েছে৷
advertisement
আরও পড়ুন -ICC Women’s World Cup 2022: বাউন্ডারির ধারে উড়ে গিয়ে এক হাতে ধরলেন ক্যাচ, ভাইরাল ভিডিও
জেসন রয় সব সবেই জানিয়েছেন আইপিএল ২০২২ (IPL 2022) সালের মরশুমে খেলবেননা৷ তাঁর এই সিদ্ধান্তের কারণ লাগাতার বায়ো বাবলে থাকা৷ তাঁকে গুজরাত টাইটান্স (Gujarat Titans) আইপিএল মেগা নিলামের মঞ্চ থেকে কিনেছিল৷ কিন্তু তিনি আইপিএল ২০২২ (IPL 2022) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় তাঁর জায়গায় আফগানিস্তানের আক্রমণাত্মক ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে শামিল করা হয়েছে গুজরাত দলে৷