TRENDING:

Cricketer Ban: হঠাৎ করেই নির্বাসিত তারকা এই ক্রিকেটার, কারণও জানাল না বোর্ড

Last Updated:

Cricketer Ban: ৩১ বছরের জেসন রয় আগামী ২ টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন:  ইংল্যান্ডের ক্রিকেটার জেসন রয়কে (Jason Roy) খেলার ভাবনাকে আঘাত পৌঁছনোর কারণ দেখিয়ে দুই ম্যাচের নির্বাসনের (Cricketers Suspended) শাস্তি দিল বোর্ড৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB)  এই শাস্তি অনুযায়ি আগামী দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জেসন রয়৷ তবে ঠিক কি কারণে  নির্বাসনের (Cricketers Suspended) শাস্তি  জেসন রয়কে দেওয়া হল তার কারণ খোলসা করেনি ইসিবি৷ ইসিবি শুধুমাত্র জানিয়েছে জেসন রয় স্বীকার করেছেন তাঁর আচরণ ক্রিকেটের জন্য হিতকর নয়৷ এতে তাঁর নিজের ইমেজ এবং ইসিবি-র জন্য ক্ষতিকারক হয়েছে৷
English cricketer jason roy ban of 2 matches by ECB- Photo Courtesy- (Instagram/JasonRoy)
English cricketer jason roy ban of 2 matches by ECB- Photo Courtesy- (Instagram/JasonRoy)
advertisement

৩১ বছরের জেসন রয় আগামী ২ টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না৷ কিন্তু ভাল ব্যবহারের কারণে এই শাস্তি ১২মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর ওপর ২৫০০ পাউন্ডের জরিমানাও ধার্য করা হয়েছে৷ ২০১৪ সালে  আন্তর্জাতিক কেরিয়ারে অভিষেক ঘটানো জেসন রয় ৫ টি টেস্ট ম্যাচ, ৯৮ টি একদিনের ম্যাচ, ৫৮ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ টেস্টে তাঁর মোট রান ১৮৭ রান, ওয়ানডে তে ৩৬৫৮ রান, টি টোয়েন্টিতে ১৪৪৬ রান রয়েছে৷ ওয়ানডে তে তাঁর নামে ৯ টি শতরান রয়েছে৷

advertisement

আরও পড়ুন -ICC Women’s World Cup 2022: বাউন্ডারির ধারে উড়ে গিয়ে এক হাতে ধরলেন ক্যাচ, ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জেসন রয় সব সবেই জানিয়েছেন আইপিএল ২০২২ (IPL 2022) সালের মরশুমে খেলবেননা৷ তাঁর এই সিদ্ধান্তের কারণ লাগাতার বায়ো বাবলে থাকা৷ তাঁকে গুজরাত টাইটান্স  (Gujarat Titans) আইপিএল মেগা নিলামের মঞ্চ থেকে কিনেছিল৷ কিন্তু তিনি আইপিএল ২০২২ (IPL 2022) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় তাঁর জায়গায় আফগানিস্তানের আক্রমণাত্মক ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে শামিল করা হয়েছে গুজরাত দলে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Cricketer Ban: হঠাৎ করেই নির্বাসিত তারকা এই ক্রিকেটার, কারণও জানাল না বোর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল