ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ৪৫তম ওভারে। সেই সময় ক্রিজে ছিলেন স্টিভ স্মিথ ও লাবুশেন। বিরতিতে প্যাড-গ্লাভস ঠিক করার সময় তার মুখে ছিল চুইং গাম। গ্লাভস ঠিক করার সময় হঠাৎই তার মুখ থেকে চুইং গাম মাঠে পড়ে যায়। সেই সময় হঠৎই পড়ে যাওয়া চুইং গাম মাঠ থেকে তুলে নিয়ে মুখে পুরে নেন মার্নাস লাবুশেন। এই ঘটনা টিভি ক্যামেরার চোখ এড়ায়নি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।
advertisement
এমনিতেই অস্ট্রেলিয়া দলে মার্নাস লাবুশেন খুবই মজার চরিত্র। নানা সময়ে নানা মাজাদার কীর্তি তিনি মাঠে করে থাকেন। তবে যে উইকেটে সবাই পা দিয়ে মারাচ্ছেন, ধুলোয় ভর্তি সেখান থেকে চুইং গাম কুড়িয়ে খাবেন তা ভাবতেও পারেননি অনেকেই। কেন এমন কাজ করলেন সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে ঘটনার আকস্মিকতায় ও আনমনাভাবে এমন কাণ্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার তারকার ব্যাটার।