TRENDING:

ক্রিকেটের পর এবার ফুটবলেও বিশ্ব চ্যাম্পিয়ন! বাটলারদের দেখে অনুপ্রেরণা পাচ্ছেন হ্যারি, ফোদেনরা

Last Updated:

England football team captain Harry Kane taking inspiration from Jos Buttler in Qatar World Cup. ক্রিকেটের পর ফুটবলেও বিশ্ব চ্যাম্পিয়ন! বাটলারদের দেখে অনুপ্রেরণা পাচ্ছেন কেন, ফোদেনরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ক্রিকেট বিশ্বে এখন রমরমা ইংরেজদের। যেভাবে সাদা বলের ক্রিকেটে নিজেদের অন্য মাত্রায় তুলে এনেছেন ইংলিশ ক্রিকেটাররা, তার প্রশংসা না করে থাকা যায় না। বাটলার থেকে বেন স্টোকস, মইন আলি থেকে স্যাম কারান - অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড বুঝিয়ে দিয়েছে তাদের শক্তি।
বাটলারের ইংল্যান্ডই কাতার বিশ্বকাপে অনুপ্রেরণা হ্যারি 
কেনদের
বাটলারের ইংল্যান্ডই কাতার বিশ্বকাপে অনুপ্রেরণা হ্যারি কেনদের
advertisement

এবার ক্রিকেট থেকে অনুপ্রেরণা পাওয়ার চেষ্টা করছে ইংলিশ ফুটবল দল। হ্যারি কেন, রহিম স্টার্লিং, ফিল ফোদেন, হ্যারি ম্যাগুয়েররা মনে করেন কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের যথেষ্ট সম্ভাবনা আছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। আজ পর্যন্ত একবারই ১৯৬৬ সালে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে চতুর্থ স্থানে শেষ করেছিল ইংরেজরা।

advertisement

আরও পড়ুন - ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে চূড়ান্ত অপমানিত রোনাল্ডো! বোমা ফাটালেন পর্তুগিজ মহাতারকা

কিন্তু এবার ইংল্যান্ড আগের থেকে অনেক তৈরি। শেষবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্স আপ হয়েছিল তারা। প্রচুর ফুটবলার রয়েছে যারা নিজের দক্ষতায় খেলার ভোল বদলে দিতে পারে। মাউন্ট, রাইস, লুক শ নিজেদের দিনে ম্যাচ উইনার। ম্যানেজার গ্যারেথ সাউথ গেট জানেন কোচ হিসেবে এবার তার শেষ সুযোগ।

advertisement

দলে সেভাবে চোট আঘাত নেই। হ্যারি কেন জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার তাকে টেক্সট মেসেজ করে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এটা পুরো দলের কাছে দারুন মোটিভেশন হিসেবে কাজ করবে কাতারে। ক্রিকেটে পারলে ফুটবলে কেন নয়?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

তাই ৫৬ বছর পর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটাই দেখার। হ্যারি কেন নিজে মনে করেন ইংল্যান্ড কমপ্লিট দল। প্রত্যেকে নিজেদের প্রমাণ করতে মরিয়া। ফুটবলার হিসেবে এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। তাই ইংলিশ অধিনায়ক হিসেবে হ্যারি কেন প্রেরণা পাচ্ছেন জস বাটলার, বেন স্টোকসদের দেখে।

বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেটের পর এবার ফুটবলেও বিশ্ব চ্যাম্পিয়ন! বাটলারদের দেখে অনুপ্রেরণা পাচ্ছেন হ্যারি, ফোদেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল