এবার ক্রিকেট থেকে অনুপ্রেরণা পাওয়ার চেষ্টা করছে ইংলিশ ফুটবল দল। হ্যারি কেন, রহিম স্টার্লিং, ফিল ফোদেন, হ্যারি ম্যাগুয়েররা মনে করেন কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের যথেষ্ট সম্ভাবনা আছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। আজ পর্যন্ত একবারই ১৯৬৬ সালে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে চতুর্থ স্থানে শেষ করেছিল ইংরেজরা।
advertisement
আরও পড়ুন - ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে চূড়ান্ত অপমানিত রোনাল্ডো! বোমা ফাটালেন পর্তুগিজ মহাতারকা
কিন্তু এবার ইংল্যান্ড আগের থেকে অনেক তৈরি। শেষবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্স আপ হয়েছিল তারা। প্রচুর ফুটবলার রয়েছে যারা নিজের দক্ষতায় খেলার ভোল বদলে দিতে পারে। মাউন্ট, রাইস, লুক শ নিজেদের দিনে ম্যাচ উইনার। ম্যানেজার গ্যারেথ সাউথ গেট জানেন কোচ হিসেবে এবার তার শেষ সুযোগ।
দলে সেভাবে চোট আঘাত নেই। হ্যারি কেন জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার তাকে টেক্সট মেসেজ করে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এটা পুরো দলের কাছে দারুন মোটিভেশন হিসেবে কাজ করবে কাতারে। ক্রিকেটে পারলে ফুটবলে কেন নয়?
তাই ৫৬ বছর পর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটাই দেখার। হ্যারি কেন নিজে মনে করেন ইংল্যান্ড কমপ্লিট দল। প্রত্যেকে নিজেদের প্রমাণ করতে মরিয়া। ফুটবলার হিসেবে এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। তাই ইংলিশ অধিনায়ক হিসেবে হ্যারি কেন প্রেরণা পাচ্ছেন জস বাটলার, বেন স্টোকসদের দেখে।