মাঠে উপস্থিত জনতার ভিড় উপভোগ করতে থাকেন বিশ্বকাপ জয়ী তারকা। তবে শুরুতে তিনি মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ নিয়ে আগ্রহী ছিলেন না। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তাকে সেই ম্যাচের ভিডিয়ো দেখানো হলে মন ঘুরে যায় তাঁর। এত ব্যস্ততা। ভিড় সামলানো। দীর্ঘযাত্রা করে কলকাতায় পৌঁছানোর পর ভারতীয় ফুটবল দল নিয়ে কথা বলতে ভুলে যায়নি এমিলিয়ানো।
advertisement
আরও পড়ুন – সৌরভ জন্মদিনের গিফট হিসেবে চান ভারতের বিশ্বকাপ জয়! আশাবাদী মহারাজ
জিজ্ঞাসা করেন, ভারতে এখন ফুটবল স্টার প্লেয়ার কে? উত্তরে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর নাম বলা হয়। আর সঙ্গে সঙ্গে দেরি না করে একটা জার্সিতে ভারতীয় সুপারস্টার ফুটবলার সুনীল ছেত্রীর নাম লিখে সেখানে নিজের সই করে দিয়ে যান এমিলিয়ানাে। বলে যান এটা সুনীলের জন্য উপহার। দেশে ফিরে যাওয়ার শতদ্রু দত্তর বাড়িতে যান ডিবু।
সেখানেই সুনীলের জন্য সই করা জার্সি রেখে যান এই আর্জেন্তাইন। এমি জানিয়েছেন ভারতবর্ষের এত মানুষ তাকে ভালোবাসেন এতদূর না এলে বুঝতে পারতেন না। মার্টিনেজ নিজেও যেহেতু অত্যন্ত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছিলেন তাই কলকাতার ফুটবলপ্রেমী মানুষদের আবেগ এবং ভালোবাসা তাকে স্পর্শ করেছে।
এত মানুষ দেখে বিরক্ত হননি। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন। নিঃসন্দেহে এবার এমির দেওয়া উপহার পেলে গর্বিত হবেন সুনীল ছেত্রী। মার্টিনেজ ততক্ষণ ক্লাব ফুটবল খেলতে পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডে। শোনা যাচ্ছে এবার তাকে পেতে লড়াইয়ে নামতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড।