প্রয়োজনে নিজের বেতন কমিয়ে দেবেন তিনি। সংবাদমাধ্যমে মার্তিনেস বলেছেন, যদি পিএসজি সমর্থকরা লিয়োকে শিস দেয়, বিদ্রুপ করে তা হলে ওকে আমি অ্যাস্টন ভিলায় নিয়ে আসব। আমি ওর পছন্দের খাবার রান্না করব। সমর্থকদের বলব, লিওর জন্য ছোট ছোট পতাকা তৈরি করে ওকে সমর্থন করতে। দরকার পড়লে নিজের বেতনও কমিয়ে দেব। মার্তিনেস বলেছেন, বিশ্বকাপে মেসির কাছে আমার সব থেকে বড় শিক্ষা হল কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা।
advertisement
বিশ্বকাপে এমনিতেই প্রচণ্ড চাপ থাকে। সেই পরিস্থিতিতে আরও বেশি চাপ নিলে সমস্যা হয়। কিন্তু এবার আমি স্নায়ুর চাপ ধরে রাখতে পেরেছিলাম। মেসিকে নিতে ঝাঁপিয়েছে বেশ কয়েকটি ক্লাব। তালিকায় সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে শুরু করে মেজর সকার লিগের ক্লাব মায়ামি রয়েছে।
তবে মেসি ইংল্যান্ডে যাবেন এমন সম্ভাবনা সম্ভবত নেই। তাই মার্তিনেস স্বপ্ন দেখলেও মেসি অ্যাস্টন ভিলা ক্লাবে সই করবেন এমন সম্ভাবনা নেই বললেই চলে। আর্জেন্টিনার ১০ নম্বর কোন ক্লাবে যাবেন সেটাই এখন কোটি টাকার প্রশ্ন ফুটবল মার্কেটে।