TRENDING:

এলানোর বিরুদ্ধে এফআইআর ঠিক হয়নি: ভাইচুং

Last Updated:

ব্রাজিলের তারকা ফুটবলার এলানো ব্লুমারকে নিয়ে থানা-পুলিশ করার ঘটনাটা মোটেও ভালো চোখে দেখছেন না প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া ৷ একজন বিশ্বকাপার এবং ব্রাজিল দলের এককালের গুরুত্বপর্ণ সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করাটা একেবারেই উচিত হয়নি বলে জানিয়েছেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইএসএল ফাইনালের রাতে মাঠে যাই ঘটুক না কেন,  ব্রাজিলের তারকা ফুটবলার এলানো ব্লুমারকে নিয়ে থানা-পুলিশ করার ঘটনাটা মোটেও ভালো চোখে দেখছেন না প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া ৷ একজন বিশ্বকাপার এবং ব্রাজিল দলের এককালের গুরুত্বপর্ণ সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করাটা একেবারেই উচিত হয়নি বলে জানিয়েছেন তিনি ৷ পাহাড়ি বিছের মতে, ‘ ম্যাচের পর এলানোকে নিয়ে যে বিষয়টি ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। সে দিন ম্যাচের পর মাঠে যা ঘটেছে তা কোনওমতেই কাম্য নয়। কিন্তু সেটাকে মাঠের বাইরে নিয়ে যাওয়াটা আরও খারাপ ঘটনা।’ এখানেই না থেমে ভাইচুং আরও বলেন, ‘ আশা করি ফেডারেশন এবং আইএসএল গোটা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে। তবে এলানোর বিরুদ্ধে এফআইআর করা একদমই ঠিক হয়নি। আশা করি আগামী দিনে আর এরকম হবে না।’
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
এলানোর বিরুদ্ধে এফআইআর ঠিক হয়নি: ভাইচুং