TRENDING:

IPL 2025 Final: মানা হবে না কোনও বঞ্চনা! ইডেনেই আইপিএল ফাইনাল চেয়ে বিক্ষোভ! বোর্ডকে চিঠি দিল সিএবি

Last Updated:

IPL 2025 Final: আইপিএল ফাইনাল কেন হবে না ইডনে? কোন যুক্তিতে বাঁদ ক্রিকেটের নন্দনকানন? এই প্রশ্ন তুলে ইডেনের সামনে ব্যানার নিয়ে এদিন প্রবল বিক্ষোভ দেখান ক্রিকেটপ্রেমীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পর ১৭ মে থেকে ফের শুরু হচ্ছে আইপিএল ২০২৫। ইতিমধ্যেই নতুন সূচি ঘোষণা করেছে বোর্ড। নতুন সূচি অনুযায়ী, আইপিএলের বাকি ১৭ খেলা ৬ ভেন্যুতে হবে। সেখানে কলকাতার নাম নেই। যা ঘির তৈরি হয়েছে বিতর্ক। পুরনো সূচি অনুযায়ী একটি প্লেঅফ ও ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু সরকারি ঘোষণা না হলেও নতুন সূচিতে ইডেনের নাম নেই এখনও।
News18
News18
advertisement

আইপিএল ফাইনাল কেন হবে না ইডনে? কোন যুক্তিতে বাঁদ ক্রিকেটের নন্দনকানন? এই প্রশ্ন তুলে ইডেনের সামনে ব্যানার নিয়ে এদিন প্রবল বিক্ষোভ দেখান ক্রিকেটপ্রেমীরা। হিন্দি-ইংরেজি-বাংলায় লেখা সেই ব্যানারের মূল বক্তব্য, ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন থেকে আইপিএল ফাইনাল না সরানোর অনুরোধ বোর্ডকে। প্রশ্ন তোলা হয় আহমেদাবাদের প্রতি ‘পক্ষপাতিত্ব’ নিয়ে।

সূত্রের খবর আইপিএলের নতুন ফাইনালে তারিখ তেশরা জুন কলকাতায় বৃষ্টি হতে পারে। সেই কারণে ম্যাচ দিতে রাজি নয় বিসিসিআই। এত আগে থেকে পূর্বাভাসে কী করে পাওয়া গেল? আর তা ভিত্তি করে ফাইনালের ভেন্যু পাল্টানো যায় কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রিকেট প্রেমিরা। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন সিএবি সভাপতি। তাদেরকে পুরো ঘটনাটি বুঝিয়ে বলেন। স্নেহাশিসের দাবি, সিএবি’র তরফ থেকে এর আগেই বোর্ডকে চিঠি লিখে জানানো হয়েছে, সেখানে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে।

advertisement

স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন,”আবহাওয়া দফতরের সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট নিয়ে বোর্ডকে পাঠিয়েছি। তবে এখনও কোনও জবাব পাইনি। আমরা হাল ছাড়ছি না। আইপিএল ফাইনাল তো বারবার হয় না। ১০ বছর পর আমরা আইপিএল ফাইনাল আয়োজনের সুযোগ পেয়েছি। বৃষ্টি যদি হয়ও, ম্যাচ করার মতো পরিকাঠামো সিএবি-র রয়েছে। আগামী ৩ জুন ইডেন আইপিএল ফাইনাল আয়োজন করতে সব রকম ভাবে তৈরি।”

advertisement

আরও পড়ুনঃ Rohit Sharma: স্টেজ থেকে নেমে নিয়ে এলেন বাবা-মাকে! রোহিতের নামে স্ট্যান্ড উদ্বোধনে আবেগে ভাসল শর্মা পরিবার

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর পর দূষণ ঠেকাতে পৌরসভা তৎপর, দেওয়া হয়েছে বড়সড় সরকারি নির্দেশ
আরও দেখুন

এরআ আগে আহমেদাবাদে সিএসকে বনাম গুজরাত ফাইনালে বৃষ্টি বিঘ্নিত হওয়ায় কী দুর্দশা হয়েছিল তা সকলের জানা। সেখানে ভারতবর্ষের যে কোনও মাঠের তুলনায় ইডেনের নিকাশি ব্যবস্থা অনেকটাই উন্নত। তারপরও কীভাবে আইপিএল ফাইনাল ইডেন থেকে সরানো হতে পারে তা নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে সিএবি কর্তাদের অন্দরে। শেষমেশ সিএবি ফাইনাল ইডেনে ফেরাতে পারে কিনা সেদিকেই নজর তিলোত্তমার ক্রিকেট প্রেমিদের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2025 Final: মানা হবে না কোনও বঞ্চনা! ইডেনেই আইপিএল ফাইনাল চেয়ে বিক্ষোভ! বোর্ডকে চিঠি দিল সিএবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল