সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকতে হলে, এই ম্যাচ থেকে পয়েন্ট অর্জন করতেই হবে লাল-হলুদ ব্রিগেডকে। তবে কাজটা যে সহজ নয়, তা ভালোভাবেই জানেন কোচ বিনো। প্রতিপক্ষ দলে একাধিক অভিজ্ঞ ফুটবলারের উপস্থিতি অনেক বেশি চিন্তায় রাখছে বিনোকে। তাঁর সরল অকপট স্বীকারোক্তি, ভবানীপুরের দলটা তো আই লিগের জন্য তৈরি হচ্ছে।
ফলে ওদের সমীহ করতেই হবে। তবে আমরা গত দু’টি ম্যাচে দারুণ ফুটবল খেলেছি। এছাড়া, চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছে রোশাল ও মহীতোষ। দুই সাইড ব্যাক পজিশনে সিনিয়র দল থেকে রাকিপ ও তুহিন বৃহস্পতিবার শুরু করবেন। এছাড়া মাঝমাঠে সুযোগ পেতে পারেন এডউইন সিডনি ভাসপাল। এবারের লিগে অন্যতম শক্তিশালী দল ভবানীপুর।
advertisement
কিংশুক দেবনাথ, জিতেন মুর্মু, জবি জাস্টিন, অরিজিৎ বাগুই, নিখিল কদম, সুভাষ সিংয়ের মতো ময়দানের অভিজ্ঞ ফুটবলারকে সই করিয়েছে তারা। কোচ রঞ্জন চৌধুরিও তাই তাল ঠুকছেন। উয়াড়ির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে হাজির ছিলেন তিনি। সেদিনই লাল-হলুদের শক্তি-দুর্বলতা তাঁর নোটবুকে উঠে গিয়েছে।
রঞ্জন জানেন এই ম্যাচ জয়ের ক্ষমতা তার ছেলেদের আছে। তবে ইস্টবেঙ্গল মাঠে সমর্থকদের মাঝখানে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে তার ছেলেদের। পাশাপাশি ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলাররা নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করেছে সেটাও উল্লেখ করেছেন তিনি।