সোমবার যুবভারতীতে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লাল-হলুদের অ্য়াটাকিং লাইন। ম্যাচে ১৪ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলের মুখ খোলেন বোরহা হারেরা। বিষ্ণুর বাড়িয়ে দেওয়া বল ধরে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের শটে হেরেরা বল জড়িয়ে দেন নর্থ-ইস্টের জালে। প্রথম গোলের ১০ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। ক্লেইটন সিলভার গোলে ব্যবধান ২-০ করে ইস্টবেঙ্গল। বাঁ-দিক থেকে মান্দারের ভাসানো বল হেডে নর্থ-ইস্টের জালে জড়িয়ে দেন সিলভা। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।
advertisement
দ্বিতীয়ার্ধে আরও সঙ্ঘবদ্ধ ফুটবল উপহার দেয় কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। সেভাবে ম্যাচে পাওয়াই যায়নি নর্থইস্টকে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে তৃতীয়বার জালে বল জড়ায় লাল-হলুদ ব্রিগেড। মহেশের ক্রস থেকে বল ধরে ডান পায়ের আলতো ছোঁয়ায় গোল করেন নন্দ কুমার। ৪ মিনিটের মধ্যেই আসে চতুর্থ গোল। পোস্টের ঠিক সামনে নন্দর ক্রস থেকে বল ধরে গোল করেন ক্লেইটন সিলভা।
আরও পড়ুনঃ IPL 2024 Auction-এ ৫ ভারতীয় তারকা পেতে পারেন রেকর্ড টাকা, দেখে নিন তালিকায় কারা
এরপরও একাধিক আক্রমণ গড়ে তোলে ইস্টবেঙ্গল। ম্যাচের ৮১ মিনিটে পঞ্চম গোল পায় লাল-হলুদ। মহেশের পাস থেকে নিখুঁত ফিনিশ করেন নন্দ কুমার। ম্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি নর্থইস্ট। ৫-০ গোলে ম্যাচ জিতে লিগ টেবিলে সপ্তম স্থানে থাকল ইস্টবেঙ্গল।