TRENDING:

EB vs MB: ৪ গোলের ডার্বিতেও এল না ফল, আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে জয় অধরাই থাকল ইস্টবেঙ্গলের

Last Updated:

East Bengal vs Mohun Bagan: হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস লড়াই। ইস্টবেঙ্গলের ২ বার গোল করে এগিয়ে যাওয়া। লড়াই করে গোল করে মোহনবাগানের ম্যাচে ফেরা। ২-২ আইএসএলের প্রথম ডার্বির ফল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস লড়াই। ইস্টবেঙ্গলের ২ বার গোল করে এগিয়ে যাওয়া। লড়াই করে গোল করে মোহনবাগানের ম্যাচে ফেরা। বাগানের দ্বিতীয় গোলের ক্ষেত্রে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ। একাধিকবার দুই ক্লাবের প্লেয়ারদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি। মেজাজ হারান দুই দলের ফুটবলাররা। একাধিক হলুদ কার্ড। বাদ গেল না কোনও কিছুই। তবে আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ অধরাই থেকে গেল ইস্টবেঙ্গলের। অপরদিকে, অপেক্ষাকৃত ভাল ফুটবল খেললেও সুপার কাপে হারের বদলাও নিতে পারল না সবুজ-মেরুণ ব্রিগেড। শেষ পর্যন্ত নিষ্ফলা আইএসএলের প্রথম পর্বের ডার্বি। খেলার ফল ২-২। ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেন অজয় ছেত্রী ও ক্লেইটন সিলভা। মোহনবাগানের স্কোরার সাদিকু ও পেত্রাতোস।
advertisement

যুভারতীতে ম্যাচ শুরুর ৩ মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। নিশু কুমারের ক্রস থেকে গোল করে যান অজ ছেত্রী। গোল হজম করার পর তেড়েফুড়ে আক্রমণ শুরু করে হাবাসের ছেলেরা। সেই সময় বাগানের আক্রমণের ঝড়ে অনেকটাই টালমাটাল দেখায় ইস্টবেঙ্গলকে। ১৭ মিনিটে সমতায় ফেরে মোহনবাগান। ব্রেন্ডন হ্যামিল ক্রস বাড়ান সাদিকুকে। ভলিতে গোল করে সমতা ফেরালেন সাদিকু। গোল শোধ করার পর প্রথমার্ধ জুড়ে কার্যত মোহনবাগানই খেলে। ইস্টবেঙ্গলকে অনেক বেশি ডিফেন্সিভ মনে হয়। তবে প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

advertisement

দ্বিতীয়ার্ধে কিছুটা খোলস ছেড়ে বেরোয় কার্লোস কুয়াদ্রাতের দল। মোহনবাগানের ভুলে ম্যাচের ৫৫ মিনিটে ফের এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ক্লেটন সিলভা বাঁ-দিক থেকে ক্রস বাড়াব নন্দ কুমারকে। সায়ন ক্রস মিস করলেও, দীপক টাংরি বক্সের মধ্যে মহেশকে ধাক্কা দিলে রেফারি তাঁকে হলুদকার্ড দেখান ও পেনাল্টি দেন। পেনাল্টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মোহনবাগান শিবির। ক্লেইটন সিলভা পেনাল্টি থেকে বিশাল কাইথকে পরাস্থ করে গোল করতে ভুল করেননি।

advertisement

আরও পড়ুনঃ সিনেমাও মানবে হার! জেলে থাকাকালীন নিজের আইনজীবীর সঙ্গে প্রেম-বিয়ে বিশ্বজয়ী ক্রিকেটারের

এরপর ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই চলে। বারবার মেজাজও হারান ফুটবলাররা। একাধিক হলুদ কার্ড দেখান রেফারি। ৮৭ মিনিটে গোল করে মোহনবাগানকে সমতায় ফেরান পেত্রাতোস। তবে তার আগে ফাউল ছিল বলে দাবি জানায় ইস্টবেঙ্গল। রেফারির ফাউল না দেওয়া নিয়ে অসবন্তোষও প্রকাশ করেন কুয়াদ্রাত। ফাউল না দেওয়া নিয়ে প্রশ্নও ওঠে। খেলা ফের ২-২ সমতায় ফেরার পর শেষ ১০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের। তবে কেউ আর গোলের মুখ খুলতে পারেনি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
EB vs MB: ৪ গোলের ডার্বিতেও এল না ফল, আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে জয় অধরাই থাকল ইস্টবেঙ্গলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল