TRENDING:

EB VS MB: ওরা-আমরা থাকল না ডার্বির টিকিটের দামে, ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ ও কোর্টের অর্ডারে মিলল সমাধান

Last Updated:

East Bengal vs Mohun Bagan: অবশেষে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে আগামী রবিার ইস্ট-মোহন ডার্বির টিকিটের দামের বৈষম্য নিয়ে সমস্যা। খুশি ফুটবল প্রেমিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অবশেষে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে আগামী রবিার ইস্ট-মোহন ডার্বির টিকিটের দামের বৈষম্য নিয়ে সমস্যা। রবিবার যুবভারতীতে আইএসেরে ফিরতি ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এটি লাল-হলুদের হোম ম্যাচ। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে টিকিটের দামের বৈষম্য করার অভিযোগ তুলে সরব হয় মোহনবাগান। এমনকী ডার্বি বয়কটের ডাক দেওয়া হয়। অবশেষে মিলতে চলেছে সমাধান সূত্র।
advertisement

ডার্বির টিকিট বিক্রি শুরু হতেই দেখা যায় মোহনবাগান গ্যালারির টিকিটের দাম ইস্টবেঙ্গল গ্যালারির থেকে কোথায় দ্বিগুন, কোথাও আবার আড়াই গুন। যা নিয়ে বিগত বেশ কয়েক দিন ধরেই চড়ছিল পারদ। মোহনবাগানের তরফ থেকে বিবৃতি জারি করে ইস্টবেঙ্গলের সিদ্ধান্তকে তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি আইপিএলের টিকিট বয়কটের ডাক দেয় মোহনবাগান। মোহনবাগানের এহেন প্রতিবাদের রেশ গিয়ে পড়েছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবেও। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল করতে নামে দেবব্রত সরকার। দুঃখ প্রকাশ করেন।

advertisement

ঘটনায় মোহনবাগানের পাঁচ সমর্থক আজ নগর দেওয়ানী আদালতে। রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে মামলা করেন পাঁচ জন। তাদের হয়ে মামলার লড়েন আইনজীবী সৌরভ গঙ্গোপাধ্যায়। বিচারক শান্তনু‌ ঝা এর নির্দেশ, খেলার টিকিটের দামে তারতম্য রাখা যাবে না। দুই দলের সমর্থকদের জন্যই সমতুল্য মূল্যের টিকিট করতে হবে।

পরিস্থিতি বেগতিক দেখে আসরে নামেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর হস্তক্ষেপ এবং আদালতের নির্দেশের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত সব গ্যালারির টিকিটের দাম এক করতে চলেছ ইস্টবেঙ্গল। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দু দলের সমর্থকদের জন্যই টিকিটের দাম এক হবে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে বলেও সূত্রের খবর। এই খবরে খুশি ফুটবল প্রেমিরা।

advertisement

আরও পড়ুনঃ KKR Team News: দলের প্রতি বিভাগে চমক? তৈরি কেকেআরের সেরা একাদশ! জেনে নিন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, আইএসএলের প্রথম পর্বের ডার্বি ড্র হয়েছিল। তবে দীর্ঘ দিন পর হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিল ফুটবল প্রেমিরা। আগামী ১০ তারিখের ডার্বি ঘিরেও ফ্যানেদের মধ্যে উন্মাদনা রয়েছে। এবার মোহনবাগান ক্লাবের তরফ থেকে ডার্বির টিকিট বয়কটের ডাক দেওয়ার বাগান ফ্যানেরা মাঠমুখী হয় কিনা সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
EB VS MB: ওরা-আমরা থাকল না ডার্বির টিকিটের দামে, ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ ও কোর্টের অর্ডারে মিলল সমাধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল