TRENDING:

East Bengal vs Mohun Bagan: তৃণমূলের ব্রিগেডের কারণে বাতিল ডার্বি! ১০ মার্চ হচ্ছে না ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ

Last Updated:

East Bengal vs Mohun Bagan: বিগত কয়ের দিন ধরে যে কানাঘুষো শোনা যাচ্ছিল অবশেষে সেই খবরেই শীলমোহর পড়ল। ১০ মার্চ বাতিল হয়ে গেল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিগত কয়ের দিন ধরে যে কানাঘুষো শোনা যাচ্ছিল অবশেষে সেই খবরেই শীলমোহর পড়ল। ১০ মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের জন্য যুবভারতী স্টেডিয়ামে হবে না আইএসএলের ফিরতি ডার্বি। ওই দিন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। তৃমমূলের ব্রিগেড ঘোষণার পর থেকেই ডার্বি হবে কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছিল। এবার পুলিশের তরফে তা সরকারিভাবে জানিয়ে দেওয়া হল।
advertisement

শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডার্বি আয়োজক ইস্টবেঙ্গল কর্তাদের জানিয়ে দেওয়া হয়, ওই দিন ম্যাচ আয়োজন না করার কথা। শুক্রবার পুলিশের সঙ্গে বৈঠক ছিল ইস্টবেঙ্গল কর্তাদের। পুলিশের তরফ থেকে ১১ই মার্চ ডার্বি আয়োজনের কথা বলা হয়েছে। এখন এফএসডিএল সিদ্ধান্ত জানাবে ইস্টবেঙ্গলকে ১১ মার্চ ডার্বি আয়োজন সম্ভব কিনা।

আরও পড়ুনঃ BCCI Central Contract: কীভাবে বোর্ডের চুক্তিতে নিজের জায়গা বাঁচিয়েছেন হার্দিক পান্ডিয়া? ‘রহস্য ফাঁস’ হল এতদিনে

advertisement

অন্যদিকে এফএসডিএলের তরফে ১০ মার্চ ডার্বি ভুবেনশ্বরে আয়োজন করার ব্যাপারে ইস্টবেঙ্গলকে বলা হয়েছে বলে খবর। যদিও ইস্টবেঙ্গল কর্তারা এই নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। অন্যদিকে পুলিশ একদিন পিছিয়ে সোমবার অর্থাৎ ১১ তারিখ ম্যাচ আয়োজনের কথা বললেও ওই দিন ম্যাচ আয়োজনের সম্ভাবনা খুবই কম। কারণ ১৩ তারিখ মোহনবাগানের কেরালার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ রয়েছে। ফলে কবে হবে কলকাতা ডার্বি তা নিয়ে শুরু জল্পনা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal vs Mohun Bagan: তৃণমূলের ব্রিগেডের কারণে বাতিল ডার্বি! ১০ মার্চ হচ্ছে না ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল