রবিবাসরীয় যুবভারতীতে ইস্টবেঙ্গল সমর্থকদের টিফোতে ঝরে ঝরে পড়ল বাংলা ভাষা ও সংস্কৃতির অস্মিতা এবং ভালবাসা। প্রাণের ভাষাকে অপমান করলে প্রতিবাদও যে হবে সর্বোচ্চ শক্তি দিয়েই। টিফো-তে সেই রণধ্বনি দিয়ে রাখল বাঙাল ব্রিগেড। ইস্টবেঙ্গল গ্যালারির টিফোতে লেখা দেখা গেল, “বাংলা ভাষা স্বাধীনতার শ্বাস, শহিদের ত্যাগের ধ্বনি, অস্বীকার করলে কাঁপবে দেশ, বাজবে প্রতিবাদের রণধ্বনি!”
advertisement
ডার্বি জেতার পর ইস্টবেঙ্গল সমর্থকদের চিন্তা হামিদের চোট। ডার্বিতে ম্যাচ চলাকালীন চোট পান এই স্ট্রাইকার। বাধ্য হয়ে দিমিত্রিয়াস দিমানটাকোসকে নামান কোচ অস্কার ব্রুজো ৷ সেমিফাইনালের লড়াই কঠিন। কারণ, ডার্বি জেতার পর ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে ম্যাচ। ডার্বি জেতার পরে এমন ম্যাচ খেলা সহজ নয়। হাতে সময়ও খুব বেশি নেই। এর মধ্যে কি সুস্থ হতে পারবেন হামিদ? প্রশ্ন এখন সেটাই ৷
ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘মনে করা হচ্ছে, বড় চোট নয়। মাসল পুল বলে মনে হচ্ছে। সোমবার সবার ছুটি, মঙ্গলবার থেকে সেমিফাইনালের প্রস্তুতি শুরু।’’