শুধু তাই নয়, গোলের পর আরজি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে বার্তা দিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররাও৷
আরও পড়ুন: মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি, কলকাতা পুলিশের নজরে আনলেন অভিনেত্রী নিজেই
এ দিন কলকাতা লিগে রেনবোর বিরুদ্ধে নিজেদের মাঠেই খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল৷ সেই খেলাতেই গ্যালারিতে লাল হলুদ পতাকার উপরে আরজি করের পাশে থাকার বার্তা লিখে এনেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা৷ ব্যানারে লেখা হয়, তোমার শহর আমার শহর পাশে আছি আরজিকর। উই ওয়ান্ট জাস্টিস। খেলার শেষে সমর্থকরা গ্যালারিতে স্লোগানও দেন।
advertisement
বড়ম্যাচ বাতিলের পর ইতিমধ্যেই ডুরান্ড কাপের খেলা কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ যদিও কলকাতা লিগের খেলা চলছে৷ এ দিনের ম্যাচে ২-০ গোলে জয়ী হয় ইস্টবেঙ্গল৷ ম্যাচের ৭৪ মিনিটে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল৷ সঞ্জীব ঘোষের প্রথম গোলের পরও আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবি জানিয়ে বার্তা লেখা একটি জার্সি তুলে ধরেন লাল হলুদ ফুটবলাররা৷ একটি অনুশীলন জার্সির মধ্যে লেখা ছিল “উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর”। এর আগে কলকাতা লিগের ম্যাচে একই ভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করেছিলেন মহমেডান ফুটবলাররাও৷
গত রবিবার ডার্বি বাতিলের পর বেনজির ভাবে জোট বেঁধেছিলেন কলকাতার তিন বড় দলের সমর্থক৷ যুবভারতীর সামনে জমায়েত করে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা৷ এ দিনই ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের কর্তারা একসঙ্গে সাংবাদিক বৈঠক করে ডুরান্ড কাপের সেমি ফাইনাল এবং ফাইনাল খেলাগুলি কলকাতায় করার আর্জি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে৷