TRENDING:

না ফেরার দেশে পাড়ি দিয়েছে বাবা, দরজার দিকে তাকিয়ে বসে ইস্টবেঙ্গল সমর্থক জয় শঙ্করের মেয়ে

Last Updated:

East Bengal supporter Joy Shankar Saha daughter and wife leads to uncertain future. ভবিষ্যৎ অন্ধকার, অনিশ্চয়তার দোলা চলে মৃত ইস্টবেঙ্গল সমর্থকের পরিবার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অঝোরে কেঁদে চলেছে বছর ছয়েকের মেয়েটা। বাবা নেই বুঝতে পারছে। বাবা পাড়ি দিয়েছে না ফেরার দেশে সেটুকু বোঝার ক্ষমতা রয়েছে। স্কুল জীবন শুরু হয়েছে সবে। মাথার ওপর ছাদ এভাবে সরে যাবে বুঝতে পারেনি কেউ। ফ্ল্যাটের পাশের পরিবারের ঘরে ছিল মেয়েটা। মা তখন হাসপাতালে মৃত স্বামীর দেহের পাশে। ইস্টবেঙ্গল সমর্থক জয় শংকর সাহার ছোটবেলার বন্ধু অভিজিৎ রক্ষিত থাকেন বাগুইহাটি এলাকাতেই।
হার্টের সমস্যা ছিল জয়শঙ্করের, ডায়াবেটিসেও ভুগছিলেন
হার্টের সমস্যা ছিল জয়শঙ্করের, ডায়াবেটিসেও ভুগছিলেন
advertisement

বর্ণনা দিতে গিয়ে তিনিও কথা বলতে পারছিলেন না ঠিক করে। ধরাধরা গলায় বললেন, এই তো দীপাবলীর রাতে দেখা হল। ওটাই শেষ দেখা বুঝতে পারিনি। একসঙ্গে লেখাপড়া এবং বেড়ে ওঠা। ছোটবেলায় জয় শংকরকে নেতাজি সাজানো হত স্কুলে। আপাদ মস্তক ভাল মানুষ। লজিস্টিক কম্পানি ( কার্গো বিভাগে) কর্মরত ছিল। বুঝতে পারছি না কি হবে স্ত্রী এবং ছোট মেয়েটার। অনিশ্চিত ভবিষ্যতের সামনে পড়ে গেল ওরা।

advertisement

আরও পড়ুন - বিশ্বকাপে নিজের সাফল্যের রেসিপি সামনে আনলেন আরশদীপ, প্রশংসা করলেন সিনিয়র তারকার

পরিবারের লোকজন শোকে বিহ্বল। প্রিয় দলের ম্যাচ দেখতে গিয়ে ৩৭ বছরের যুবকের মৃত্যুতে হতবাক দেশবন্ধু নগরে জয়শঙ্করের পাড়া প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে খবর, হার্টের সমস্যা ছিল জয়শঙ্করের। ডায়াবেটিসেও ভুগছিলেন। স্টেডিয়ামে ঢুকতে দেরি হয়ে যাওয়ায় ইস্টবেঙ্গল গ্যালারির টিকিট পাননি।

advertisement

২ ক্লাবের পক্ষ থেকে যেমন শোক জ্ঞাপন করা হয়েছে, তেমনই প্রয়োজনে বাচ্চার লেখাপড়ার খরচ দেখাশোনা করবে ইস্টবেঙ্গল ক্লাব এমনটাও বলা হয়েছে। তবে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়নি। জয় শঙ্করের স্ত্রী কর্মরত না হাউজ ওয়াইফ সেটা জানা যায়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

কিন্তু ভাগ্যের পরিহাস যখন এমন হয়েছে তখন শোক সামলে উঠে জীবনে ঘুরে দাঁড়িয়ে লড়াই করতে হবে। জীবন যে খুব নিষ্ঠুর। বাস্তব তার থেকেও সাংঘাতিক। এর নাম জীবন। দেওয়ালে পিঠ ঠেকে গেলে পাল্টা লড়াই যেখানে একমাত্র রাস্তা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
না ফেরার দেশে পাড়ি দিয়েছে বাবা, দরজার দিকে তাকিয়ে বসে ইস্টবেঙ্গল সমর্থক জয় শঙ্করের মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল