TRENDING:

East Bengal News: লাল হলুদের নতুন সিইও নম্রতা পারেখ, চিনে নিন

Last Updated:

রাহুল দ্রাবিড়, দীপা কর্মকার, রোহন বোপান্নার মতো খেলোয়াড়রা কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সিইও হলেন এক মহিলা। নাম নম্রতা পারেখ। দীর্ঘ কয়েক বছর ধরে ভারতীয় খেলাধুলার সঙ্গে যুক্ত নম্রতা। ৭ বছর ধরে একটা জনপ্রিয় স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট গ্রুপের ডিরেক্টর ছিলেন। তার আগে ৩ বন্ধু মিলে মেরাকি স্পোর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট নামের স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট শুরু করেন।রাহুল দ্রাবিড়, দীপা কর্মকার, রোহন বোপান্নার মতো খেলোয়াড়রা কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন।
East Bengal's new CEO is Namrata Parekh
East Bengal's new CEO is Namrata Parekh
advertisement

এর দিন কয়েক আগেই ইস্টবেঙ্গল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে৷ করোনামুক্ত হয়ে অনুশীলনে যোগ দিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। ২ ঘণ্টার অনুশীলনে ফুটবলারদের নিংড়ে নিলেন লাল-হলুদ কোচ স্টিফেন। বৃষ্টির মধ্যেও চলল অনুশীলন।‌ ফুটবলারদের ফিটনেসে বিশেষ জোর দিলেন স্টিফেন। চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলন অঙ্কিত, সুহেরের।

আরও পড়ুন -  Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, আজও বারবারে বৃষ্টির অ্যালার্ট, রইল ওয়েদার আপডেট

advertisement

ভারতীয় ফুটবল নিজের হাতের তালুর মত চেনেন তিনি। অতীতে দুই পর্বে ভারতের জাতীয় দলের কোচিং করিয়েছেন। এবার ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে ব্যর্থ হতে চান না স্টিফেন কনস্ট্যান্টাইন। দলের মধ্যে আত্মবিশ্বাস এবং লড়াকু মনোভাব নিয়ে আসার চেষ্টা করছেন শুরু থেকে। দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছিলেন চ্যাম্পিয়ন হবেন কথা দিচ্ছেন না, কিন্তু ইস্টবেঙ্গলকে হারাতে চ্যাম্পিয়ন দলের ঘাম ছুটে যাবে কথা দিচ্ছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

স্টিফেন জানিয়ে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় এবং বিদেশি ফুটবলারদের মধ্যে বোঝাপড়া তৈরি করা তার আসল কর্তব্য। সঠিকভাবে প্রি সিজন ভীষণ জরুরি। আইএসএলে সব প্রতিপক্ষ কঠিন। তাই ইস্টবেঙ্গলকে ভাল কিছু করতে হলে এবং গত দুবছরের খারাপ ফলাফল বদলাতে হলে নিজেদের সবকিছু উজাড় করে দিতে হবে।

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal News: লাল হলুদের নতুন সিইও নম্রতা পারেখ, চিনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল