এর দিন কয়েক আগেই ইস্টবেঙ্গল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে৷ করোনামুক্ত হয়ে অনুশীলনে যোগ দিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। ২ ঘণ্টার অনুশীলনে ফুটবলারদের নিংড়ে নিলেন লাল-হলুদ কোচ স্টিফেন। বৃষ্টির মধ্যেও চলল অনুশীলন। ফুটবলারদের ফিটনেসে বিশেষ জোর দিলেন স্টিফেন। চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলন অঙ্কিত, সুহেরের।
আরও পড়ুন - Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, আজও বারবারে বৃষ্টির অ্যালার্ট, রইল ওয়েদার আপডেট
advertisement
ভারতীয় ফুটবল নিজের হাতের তালুর মত চেনেন তিনি। অতীতে দুই পর্বে ভারতের জাতীয় দলের কোচিং করিয়েছেন। এবার ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে ব্যর্থ হতে চান না স্টিফেন কনস্ট্যান্টাইন। দলের মধ্যে আত্মবিশ্বাস এবং লড়াকু মনোভাব নিয়ে আসার চেষ্টা করছেন শুরু থেকে। দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছিলেন চ্যাম্পিয়ন হবেন কথা দিচ্ছেন না, কিন্তু ইস্টবেঙ্গলকে হারাতে চ্যাম্পিয়ন দলের ঘাম ছুটে যাবে কথা দিচ্ছেন।
স্টিফেন জানিয়ে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় এবং বিদেশি ফুটবলারদের মধ্যে বোঝাপড়া তৈরি করা তার আসল কর্তব্য। সঠিকভাবে প্রি সিজন ভীষণ জরুরি। আইএসএলে সব প্রতিপক্ষ কঠিন। তাই ইস্টবেঙ্গলকে ভাল কিছু করতে হলে এবং গত দুবছরের খারাপ ফলাফল বদলাতে হলে নিজেদের সবকিছু উজাড় করে দিতে হবে।
