TRENDING:

ইস্টবেঙ্গলে এখন ছুটির হাওয়া

Last Updated:

আপাতত আই লিগের ম্যাচ নেই। আগামী ২১ ফেব্রুয়ারি বারাসতে সালগাওকরের বিরুদ্ধে পরের ম্যাচ ইস্টবেঙ্গলের। ফুটবলারদের রবিবার পর্যন্ত বিশ্রাম দিয়ে দিলেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। ছুটি পেয়েই সপরিবারে মন্দারমনিতে মেহতাব-অণর্বরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  একদিনের জন্যই একনম্বরে থাকা হয়েছিল। কারণ আই লিগের লিগ টেবলে ফের ইস্টবেঙ্গলকে সরিয়ে শীর্ষস্থানে এখন বেঙ্গালুরু। তবে এই নিয়ে ভাবতে রাজী নয় লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। বাকি ম্যাচগুলিতে নিজেদের সেরাটুকু উজাড় করে দিতে পারলেই, লক্ষ্যপূরণ সম্ভব বলে মনে করছেন লাল-হলুদ ফুটবলাররা। আপাতত রবিবার পর্যন্ত ছুটি ইস্টবেঙ্গলে। কারণ এর পরের ম্যাচ ২১ ফেব্রুয়ারি বারাসতে সালগাওকরের বিরুদ্ধে। তার আগে শেহনাজ, গুরবিন্দরদের সুস্থ করে তুলতে চায় ইস্টবেঙ্গল। ছুটি পেয়েই সপরিবারে মন্দারমনি গেলেন মেহতাব-অণর্বরা।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
ইস্টবেঙ্গলে এখন ছুটির হাওয়া