এরকম প্রচেষ্টা ভারতীয় ফুটবলে এই প্রথম। বুধবার ক্লাব তাঁবুতে সভার পর সংশ্লিষ্ট লাউঞ্জের নাম ঘোষণা করা হবে। সদস্য গ্যালারির উপরে যাওয়ার জন্য থাকছে লিফটের ব্যবস্থা। লাউঞ্জে বসে খেলা দেখতে পারবেন প্রায় ৫০-৬০ জন। থাকছে স্ন্যাক্সের ব্যবস্থাও। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও এখানে দেখা যাবে ক্লাবের প্রাক্তন ফুটবলারও কর্তাদেরও।
আরও পড়ুন – ফুটবলে আজ রাতে ভারত বনাম পাকিস্তান! বড় ব্যবধানে জিততে চান সুনীলরা
advertisement
অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত এই লাউঞ্জে থাকবে একাধিক বিশালাকার টিভি। নিজেদের ক্লাবকে ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। পাশাপাশি মাঠে যাতে পারফরম্যান্স আরও বেশি উন্নত হয় সেই চেষ্টাও করা হচ্ছে। এইসব ভিআইপি লাউঞ্জ তৈরি হয়ে গেলে ক্লাবের রোজকারের রাস্তা বেড়ে যাবে আগের থেকে।
কারণ আধুনিক সমর্থকরা এমনটাই পছন্দ করেন। বিদেশেও পৃথিবীর বড় বড় খ্যাতিসম্পন্ন ক্লাবগুলো এভাবেই সমর্থকদের বিনোদনের ব্যবস্থা রাখে। পাশাপাশি ইস্টবেঙ্গল বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার দলে নিয়েছে এবার। তারাই লাল হলুদের ভাগ্য বদলাতে পারবে কিনা উত্তর দেবে সময়। তবে এই লাউঞ্জ ভাবনা স্বাগত জানানোর মতো সেটা বলতেই হয়।