কোচ হিসেবে জোসেফ গোমবাউকেই প্রথম পছন্দ লগ্নিকারী সংস্থা ইমামির। তার প্রধান কারণ কম বাজেট। এই স্প্যানিশ কোচের হাতে এখন কাজ নেই। তাই কম অর্থেই তিনি কোচ হতে রাজি হয়েছেন। শুধু ব্যর্থতাই নয়, বারবার বিতর্কেও জড়িয়েছেন স্প্যানিশ প্রশিক্ষক জোসেফ গোমবাউ। ২০১৮-২০ এবং ২০২২-২৩ দু’দফায় ওড়িশা এফসির প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন - Shakib: মহৎ কাজ সাকিবের! ক্যানসার ফাউন্ডেশন তৈরির ঘোষণা বিশ্বসেরা অলরাউন্ডারের
এই পর্বে ক্লাবটির সাফল্যের ভাঁড়ার শূন্য। এছাড়া ৪৬ বছর বয়সি এই কোচের উপর একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগও উঠেছে। সদ্যসামাপ্ত আইএসএলে ভারতীয় প্লেয়ার আইজ্যাককে চড় মেরেছিলেন বলে অভিযোগ। ফুটবলারদের সঙ্গে অত্যন্ত ন্যাক্কারজনক ব্যবহার করেন তিনি। তার জেরেই মরশুমের শেষেই তাঁকে তড়িঘড়ি ছাঁটাই করেছে ওড়িশা এফসি।
বিশেষজ্ঞদের মত, এই সস্তার কোচ ইস্টবেঙ্গলের ভাগ্য ফেরাতে পারবেন না। শক্তিশালী দল গড়তে হলে ভাল প্রশিক্ষকের প্রয়োজন, এই সহজ কথাটা লগ্নিকারী সংস্থাকে বুঝতে হবে। ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা অবশ্য সের্গিও লোবেরা, আন্তোনিও হাবাস, টামাস ব্রাডরিচের মানের কোচ চাইছিলেন।
পছন্দের কোচের তালিকাও লগ্নিকারী সংস্থার কাছে পাঠিয়েছিলেন। এদিকে, জানা গিয়েছে, ইতিমধ্যেই গোমবাউ কলকাতায় পৌঁছেছেন। লগ্নিকারী সংস্থার অফিসের কাছকাছি এক হোটেলে উঠেছেন তিনি। তাকে সম্ভবত ২ বছরের চুক্তি অফার করা হবে। জোসেফ রাজি হলে ওড়িশা থেকে নন্দকুমার, জেরি, নরেন্দ্র গেহলটদের নিয়ে আসতে পারেন তিনি।