TRENDING:

East Bengal : ইস্টবেঙ্গলের সামনে আজ রাজস্থান, জিতে ডার্বির রিহার্সাল সারতে চান স্টিফেন

Last Updated:

East Bengal coach Stephen Constantine ready for Rajasthan united challenge. ইস্টবেঙ্গলের সামনে আজ রাজস্থান, জিতে ডার্বির রিহার্সাল সারতে চান স্টিফেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইমামি ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জানেন প্রতি মুহূর্তে তাকে কতটা চাপ সহ্য করতে হবে। দরজায় কড়া নাড়ছে মরশুমের প্রথম ডার্বি। দীর্ঘ আড়াই বছর পর কলকাতায় সমর্থকদের উপস্থিতিতে মাঠে নামবে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ইতিমধ্যেই দু’দলের সমর্থকদের মধ্যে বড় ম্যাচের উত্তাপ ছড়াতে শুরু করছে।
আজ প্রথম জয় তুলে নিতে মরিয়া স্টিফেনের ইস্টবেঙ্গল
আজ প্রথম জয় তুলে নিতে মরিয়া স্টিফেনের ইস্টবেঙ্গল
advertisement

আরও পড়ুন - Neeraj Chopra : সম্পূর্ণ সুস্থ ভারতের সোনার ছেলে! এবার নামছেন সুইজারল্যান্ডে ডায়মন্ড লিগে

বুধবার দুপুরে প্রিয় দলকে উৎসাহ দিতে ক্লাবে হাজির ছিলেন একাধিক লাল-হলুদ সমর্থক। তবে কোচের ফতোয়ার জেরে অনুশীলন দেখার সুযোগ হয়নি তাঁদের। অগত্যা বাইরে দাঁড়িয়েই ফুটবলারদের জন্য অপেক্ষা করলেন অনুরাগীরা। অনুশীলন শেষে দল তাঁবু ছাড়তেই কোচের দিকে ভেসে এল সেই চিরাচরিত আব্দার, ডার্বি জিততেই হবে।

advertisement

স্টিফেন কনস্টাইনটাইন সাফ জানিয়ে দিলেন, আগে কিশোর ভারতী স্টেডিয়ামে রাজস্থান ম্যাচ। তারপর ডার্বি নিয়ে ভাবা যাবে। ক্লাব ছাড়ার আগে বেশ কিছুক্ষণ শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে আলাদা করে কথাও বলেন লাল-হলুদ কোচ। মাত্র দু’সপ্তাহের প্রস্তুতিতে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল।

ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে একাধিক সুযোগ তৈরি করেও স্ট্রাইকারদের ব্যর্থতায় ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল কনস্টানটাইনের দলকে। সুহের-সুমিতদের ভুলত্রুটিগুলি লিখে রেখেছিলেন নোটবুকে। বুধবার অনুশীলনে সেই জায়গাতেই জোর দিলেন লাল-হলুদ কোচ।

advertisement

প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড যথেষ্ট ভালো দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী এটিকে মোহন বাগানের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল আই লিগের ক্লাবটি। নেভির বিরুদ্ধে মাত্র একজন বিদেশিকে হাতে পেয়েছিলেন কনস্টানটাইন।

সেরা ভিডিও

আরও দেখুন
ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ পাঁশকুড়ায়, রাজ্য জুড়ে ২০০-রও বেশি পড়ুয়ার অংশগ্রহণ
আরও দেখুন

দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামেন অ্যালেক্স লিমা। রাজস্থান ম্যাচের আগের দিন অবশ্য পাঁচ বিদেশি অনুশীলন সারেন। যদিও তাঁদের মধ্যে ক’জনকে বৃহস্পতিবার পাওয়া যাবে, তা নিয়ে ধোঁয়াশা রাখলেন লাল-হলুদ কোচ। কিরিয়াকুকে হয়তো একটা অর্ধ নামাতে পারেন। স্টিফেন জানেন আজকের ম্যাচ জিততে পারলে রবিবারের ডার্বির আগে মানসিকভাবে শক্ত জায়গায় থাকবে তার দল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal : ইস্টবেঙ্গলের সামনে আজ রাজস্থান, জিতে ডার্বির রিহার্সাল সারতে চান স্টিফেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল