বুধবার দুপুরে প্রিয় দলকে উৎসাহ দিতে ক্লাবে হাজির ছিলেন একাধিক লাল-হলুদ সমর্থক। তবে কোচের ফতোয়ার জেরে অনুশীলন দেখার সুযোগ হয়নি তাঁদের। অগত্যা বাইরে দাঁড়িয়েই ফুটবলারদের জন্য অপেক্ষা করলেন অনুরাগীরা। অনুশীলন শেষে দল তাঁবু ছাড়তেই কোচের দিকে ভেসে এল সেই চিরাচরিত আব্দার, ডার্বি জিততেই হবে।
advertisement
স্টিফেন কনস্টাইনটাইন সাফ জানিয়ে দিলেন, আগে কিশোর ভারতী স্টেডিয়ামে রাজস্থান ম্যাচ। তারপর ডার্বি নিয়ে ভাবা যাবে। ক্লাব ছাড়ার আগে বেশ কিছুক্ষণ শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে আলাদা করে কথাও বলেন লাল-হলুদ কোচ। মাত্র দু’সপ্তাহের প্রস্তুতিতে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল।
ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে একাধিক সুযোগ তৈরি করেও স্ট্রাইকারদের ব্যর্থতায় ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল কনস্টানটাইনের দলকে। সুহের-সুমিতদের ভুলত্রুটিগুলি লিখে রেখেছিলেন নোটবুকে। বুধবার অনুশীলনে সেই জায়গাতেই জোর দিলেন লাল-হলুদ কোচ।
প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড যথেষ্ট ভালো দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী এটিকে মোহন বাগানের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল আই লিগের ক্লাবটি। নেভির বিরুদ্ধে মাত্র একজন বিদেশিকে হাতে পেয়েছিলেন কনস্টানটাইন।
দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামেন অ্যালেক্স লিমা। রাজস্থান ম্যাচের আগের দিন অবশ্য পাঁচ বিদেশি অনুশীলন সারেন। যদিও তাঁদের মধ্যে ক’জনকে বৃহস্পতিবার পাওয়া যাবে, তা নিয়ে ধোঁয়াশা রাখলেন লাল-হলুদ কোচ। কিরিয়াকুকে হয়তো একটা অর্ধ নামাতে পারেন। স্টিফেন জানেন আজকের ম্যাচ জিততে পারলে রবিবারের ডার্বির আগে মানসিকভাবে শক্ত জায়গায় থাকবে তার দল।