সোমবার ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে অভিযোগ জানানো হয়, ডার্বি শেষে ফেরার পথে বিভিন্ন ভাবে আক্রান্ত হয়েছেন ক্লাবের সমর্থকরা। কাঁদাপাড়া ও তার আশেপাশে অঞ্চলে মোহনবাগান সমর্থকরা হামলা করেন। ভিডিও ফুটেজও দেখানো হয় সাংবাদিক বৈঠকে। ক্লাবের তরফ থেকে এই ঘটনাকে বর্বরোচিত বলে আখ্যা দেওয়া হয়। প্রতিবাদ জানায় লাল-হলুদ কর্তারা। বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে ক্লাবের তরফে।
advertisement
সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল ক্লাবের সহ-সচিব রূপক সাহা বলেন,”গতকাল ম্যাচ শেষে সমর্থকরা যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁদের উপরে ইট, লাঠি, রড় নিয়ে হামলা চালানো হয়। জোর করে ক্লাবের জার্সি খুলে ছিঁড়ে ফেলা হয়। ক্লাবের পতাকার অসম্মান করা হয়। ম্যাটাডোর থেকে লোহার রড দিয়ে মারধর করা হয় সমর্থকদের। ছোঁড়া হয় কাচের বোতল। মহিলা সমর্থকদেরও আক্রমণ করা হয়। ক্লাবের তরফ থেকে এই ঘটনার তীব্র ধিক্কার জানানো হচ্ছে।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এই বিষয়ে অভিযোগ জানানো হবে বলেও জানানো হয়েছে ইস্টবেঙ্গলের তরফে।
আরও পড়ুনঃ Jasprit Bumrah: পুত্র সন্তানের বাবা হলেন জসপ্রীত বুমরাহ, ছেলের নামও জানিয়ে দিলেন তারকা পেসার
এর পাশাপাশি জানানো হয়েছে, এই ঘটনায় যারা আক্রান্ত হয়েছে তাদের সকলকে বুধবার ক্লাব তাবুতে আসার কথা বলা হয়েছে। তাদের যাবতীয় চিকিৎসার দায়ভার ক্লাবের তরফ থেকে বহন করা হবে বলে জানিয়েছে লাল-হলুদ কর্তারা। কিন্তু কত দিন ডার্বির পর এই ধরনের ঘটনা চলবে ও ইস্টবেঙ্গল সমর্থকদের আক্রান্ত হতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে ইস্টবেঙ্গল ক্লাব।