সেই কবে উগা ওপারা লাল হলুদ ছেড়েছেন! বহু মরশুম বাদে ইস্টবেঙ্গল রক্ষণে নির্ভরতা দেওয়ার কেউ একটা এসেছিলেন! কিন্তু দুর্ভাগ্য সেখানেও পিছু নিয়েছে লাল হলুদের! ডুরান্ড ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মরশুম শেষ জর্ডন এলসের।
অজি ডিফেন্ডার এখন মুম্বইয়ে রয়েছেন চিকিৎসার জন্য। যা পরিস্থিতি, তাতে চলতি মরশুমে আর পাওয়া যাবে না, জর্ডনকে। কিন্তু আইএসএল নাইন যে ঘাড়ের উপর! সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকে কাঠি পড়ছে ইন্ডিয়ান সুপার লিগের। জর্ডন এলসের বিকল্প বেছে নিতে তাই যুদ্ধকালীন তৎপরতা লাল হলুদে।
advertisement
আরও পড়ুন-অবসর নিয়ে ঘরে ফিরছিলেন জওয়ান; রেলস্টেশনে তাঁকে চমকে দিল কোন ঘটনা, দেখে নিন নিজেই
ইনিয়েস্তার দেশের হোসে অ্যান্তোনিও পার্দো আছেন বটে! কিন্তু স্প্যানিয়ার্ড কখনোই অজি সেন্টার ব্যাকের বিকল্প নন। হোসের বয়সও হয়েছে! স্প্যানিয়ার্ডের খেলাতেও শ্লথতার ছাপ। জর্ডন যেখানে ছিলেন বছর উনত্রিশের, পার্দো সেখানে পয়ত্রিশ প্লাস।
পারথ গ্লোরি, অ্যাডিলেড ইউনাইটেড ঘুরে আসা জর্ডনকে ইস্টবেঙ্গল পেয়েও গিয়েছিল অনেক কম বাজেটে! এখন ওই বাজেটে জর্ডনের মানের ডিফেন্ডার পেতে কাল ঘাম ছুটছে লাল হলুদ রিক্রুটারদের। বিদেশিদের বায়োডাটা নিয়ে নাড়াচাড়া চলছে নিরন্তর কিন্তু পছন্দ হচ্ছে কই ! আর পছন্দ হলে তার বাজেট চোখ কপালে তোলার মতো!
আরও পড়ুন-কন্যা রাশিতে সূর্যের গমন, এই ৫ রাশির জাতক-জাতিকারা আগামী এক মাসে প্রচুর অর্থ উপার্জন করবেন
ওড়িশা এফসি-র অজি সেন্টার ব্যাক ওসামা মালিক ষকে মনে ধরেছে ইস্টবেঙ্গলের চিফ কোচ কার্লোস কুয়াদ্রাতের। কিন্তু ওসামা মালিক লাল হলুদ জার্সি গায়ে চাপাতে যে পরিমাণ অর্থ চেয়ে বসেছেন, তাতে আবার মাথার চুল খাড়া হওয়ার অবস্থা বিনিয়োগকারীদের।
ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামি জানিয়ে দিয়েছে, জর্ডানের বিকল্প হিসেবে যে ফুটবলারই আনা হোক তার বাজেট জর্ডনের মতোই হতে হবে। আর এখানেই হয়েছে বিপত্তি!