এবার এক জুয়াড়িকে আটক করেছে দুর্গ থানার পুলিশ। সেই জুয়াড়ি দুর্গের বৈশালী নগরের বাসিন্দা বিকাশ জয়সওয়াল। সৌরভ চন্দ্রকরের প্রধান দোসর সে। ভাড়ার অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেন করত তারা, এমনটাই জানা গেছে।
আরও পড়ুন- বিরাট কোহলি এখন পুরোটাই আধ্যাত্মিক মানুষ! অজানা রহস্য ফাঁস শিখর ধাওয়ানের
মহাদেব অনলাইন সাট্টা অ্যাপের এই বিশেষ অপারেটর বিকাশ জয়সওয়াল দুর্গের বৈশালী নগরের বাসিন্দা। অনলাইন বাজির জন্য ব্যাঙ্ক লেনদেন করত সে। অনেকের সাথে প্রতারণা করে অ্যাকাউন্ট খুলেছিল সে। এমনকী অ্যাকাউন্ট ভাড়া করেও চলত লেনদেন।
advertisement
পুলিশের হাতে ধরা পড়া অভিযুক্তের নাম বলা হচ্ছে বিকাশ জয়সওয়াল। বিকাশ জয়সওয়াল বিভিন্ন ব্যাঙ্কে অনেক ধরনের অ্যাকাউন্ট ভাড়া দিত। মহাদেব অনলাইন সাট্টা অ্যাপের জন্য টাকা ট্রান্সফার করত সে।
আরও পড়ুন- কেকেআরের সামনে এবার গুজরাত! মিশন হার্দিকের জন্য তৈরি নাইট রাইডার্স
বিকাশ জয়সওয়ালকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বলা হচ্ছে, বিকাশ অনেক বড় রহস্য ফাঁস করতে পারে। গত এক বছর ধরে ক্রমাগত ব্যবস্থা নিয়ে এখনও পর্যন্ত মহাদেব অনলাইন সাট্টা অ্যাপের ২০০ টিরও বেশি শাখার হদিশ পেয়েছে পুলিশ।
এবার ছত্তিশগড়ে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কাজ করা মূল পাণ্ডাকে দুর্গ পুলিশ গ্রেপ্তার করেছে। এতে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পাবে বলে মনে করা হচ্ছে।
ছত্তিশগড়ের দুর্গের বাসিন্দা সৌরভ চন্দ্রকর মহাদেব অনলাইন অ্যাপের মাস্টারমাইন্ড। সে দুবাই থেকে অনলাইন বেটিং সংস্থা চালায়। দুর্গ পুলিশ এখনও পর্যন্ত ছত্তিশগড়ের বিভিন্ন জেলায়, সেইসাথে ইউপি, রাজস্থান, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, দিল্লির মতো অনেক রাজ্যে তার ঘাঁটির খোঁজ পেয়েছে।