ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হচ্ছে পূর্ণ শক্তির দল নিয়ে, যেখানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি সম্মান ও গর্বের লড়াইও জমে উঠবে। চলতি মরশুমে এর আগে কলকাতা লিগে মুখোমুখি হলেও, সেই ম্যাচে দু’দলই যুব খেলোয়াড়দের খেলিয়েছিল। এবার মাঠে নামছে দুই দলের মূল একাদশ। ইতিহাস বলছে, ডুরান্ড কাপে মোট ২২ বার মুখোমুখি হয়েছে তারা — যেখানে ইস্ট বেঙ্গল জিতেছে ৯ বার, মোহনবাগান ৮ বার এবং ৫টি ম্যাচ ড্র হয়েছে। ২০২৩ সালের ফাইনালে মোহনবাগান ১-০ গোলে জয় পেয়েছিল।
advertisement
ইস্ট বেঙ্গল দলে এসেছে বড়সড় পরিবর্তন। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের নেতৃত্বে দলে যোগ দিয়েছেন হামিদ আহাদাদ, মিগুয়েল ফেরেইরা এবং বাসিম রশিদের মতো বিদেশি খেলোয়াড়। ভারতীয়দের দলে যুক্ত হয়েছেন বিপিন সিং, এডমান্ড লালরিনডিকা ও মার্তান্ড রায়না। দিমিত্রিয়োস দিয়ামানতাকোস ও সাউল ক্রেসপো আগের মতোই দলে রয়েছেন। যদিও পারিবারিক কারণে রশিদ ডার্বি খেলবেন না।
এফসি গোয়া থেকে আসা বাম দিকের উইং-ব্যাক জয় গুপ্তাও দলে যোগ দিয়েছেন, তবে ব্রুজো জানিয়েছেন, ডার্বিতে তাঁর খেলার সম্ভাবনা কম। ইস্টবেঙ্গল কোচ বলেছেন, “আমরা গত মে মাসে দল পুনর্গঠনের কাজ শুরু করেছি। গত মরশুমে আমরা সন্তুষ্ট ছিলাম না। এবার আমাদের লক্ষ্য আরও আধিপত্য বিস্তার করা এবং ভারতের সেরা ক্লাবগুলোর আরও কাছাকাছি পৌঁছানো।” তিনি আরও যোগ করেন, “আমরা নতুন যে খেলোয়াড়দের পেয়েছি, তারা গ্রুপ পর্বে দুর্দান্ত মানসিকতা দেখিয়েছে। তবে আগামীকালকের ম্যাচ একেবারে আলাদা। দেখা যাক আমরা ভারতীয় ফুটবলে বড় প্রভাব ফেলা সেই দলের কতটা কাছাকাছি।”
অন্যদিকে, মোহনবাগানের মূল বিদেশি শক্তি — জেমি ম্যাকলারেন, জেসন কামিংস ও দিমিত্রি পেত্রাতোস। তবে চোটের কারণে দলের বাইরে রয়েছেন মনবীর সিং, কিয়ান নাসিরি এবং সুভাষিষ বোস। কোচ হোসে মোলিনা অবশ্য জানিয়েছেন, এখনও দল পুরোপুরি প্রস্তুত নয় কারণ এটি মরশুম শুরুর আগের পর্যায়।
মোহনবাগান কোচ হোসে মোলিনা স্পষ্ট জানিয়ে দেন, “আমি জানি এটি একটি অফিসিয়াল টুর্নামেন্ট এবং সবাই এটি জিততে চায়। কিন্তু এটি একটি প্রি-সিজন ম্যাচ। তাই মোহনবাগানের সেরা রূপ দেখা যাবে না, যেমনটা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু সত্যিকারের সেরা পারফরম্যান্স এখনই সম্ভব নয় কারণ আমরা এখনও প্রস্তুতির পর্যায়ে আছি”।
মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ ২০২৫ এর কোয়ার্টার ফাইনাল শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০ টায়। কলকাতা ডার্বি সনি টেন ২ এবং সনি টেন ২ এইচডি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ ২০২৫ এর কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে।
আরও পড়ুনঃ এশিয়া কাপে ভারতের ওপেনিংয়ের লড়াইয়ে ৫ জন! চূড়ান্ত ২ বাছতে হিমশিম খাচ্ছে নির্বাচকরা!
দুই দলের এই ঐতিহাসিক লড়াই শুধু একটি ম্যাচ নয় — এটি আবেগ, ইতিহাস ও আত্মমর্যাদার সংঘর্ষ। রবিবার রাতে গ্যালারি থেকে শুরু করে গোটা শহর আবারও ডুবে যাবে ডার্বির উত্তেজনায়। মরশুমের প্রথম বড় ডার্বিতে শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার।