ইস্ট-মোহনের ডার্বি দেখতে মাঠে উপস্থিত থাকবেন ৬৩ হাজার ৫০০ দর্শক। খেলার নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের জন্য প্রায় ২ হাজার ৬০০ জন পুলিশ কর্মী থাকবেন। এদের মধ্যে প্রায় ১৮ জন ডিসি এবং অ্যাডিশনাল ডিসির র্যাঙ্কের অফিসার থাকবেন। মোহনবাগানের যে সকল দর্শকরা আসবেন তারা ৩এ, ৪ এবং ৫ নম্বর গেট দিয়ে ঢুকবেন। এদের মধ্যে যারা গাড়িতে করে আসবেন তারা নেমে যাওয়ার পর ক্যানেল সাইড রোডে গাড়ি পার্কিং করবেন। ইস্টবেঙ্গলের সমর্থক যারা আসবেন তারা ১, ২ এবং ৩ নম্বর গেট দিয়ে ঢুকবেন। আর লাল-হলুদ সমর্থকদের গাড়ি থাকবে আইএ মার্কেটের কাছে। ভিআইপিদের জন্য সুভাষ সরোবর ও মিশ্রা আইল্যান্ডের কাছে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ East Bengal vs Mohun Bagan: বাঙাল-ঘটির চিরন্তন লড়াই, ফুটবল যুদ্ধে এগিয়ে কারা, কী বলছে ইতিহাস
ম্যাচ শুরু হবে ৪:৪৫ মিনিট নাগাদ, ২:৩০ এর মধ্যে গেট খুলে দেওয়া হবে। সমর্থকদের নির্দিষ্ট সময়ের আগে পৌছে সিট নম্বর মেনে বসতে বলা হয়েছে। মোট চারটি ব্লক A,B,C,D প্রত্যেকটি ব্লকে সিনিয়র অফিসাররা থাকবেন যারা নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করবে। প্রত্যেকটি গেটে সিনিয়র অফিসাররা থাকবেন তারা নির্দিষ্ট ভাবে চেকিং করে ভেতরে প্রবেশ করতে দেবেন। ব্যানার,পোস্টার,বাজি, দেশলাই, ছাতা, জলের বোতল, মিউজিকাল ইন্সট্রুমেন্ট নিয়ে প্রবেশ নিষেধ। শুধু মোবাইল ও পার্স নিয়ে প্রবেশ করা যাবে। দর্শকদের উপর নজরদারি চালাতে থাকবে সাদা পোশাকের পুলিশ।