সবার ভাগ্য যে উজ্জ্বল তা নয়। জুয়া, ফাটকা বা লটারির মতোই এখানে ভাগ্যের সাহায্য খুবই প্রয়োজন। অনেকক্ষেত্রেই লক্ষ -লক্ষ মানুষ তাঁদের টাকা পয়সা হারালেও ভাগ্যের সাহায্য থাকলে কিছু মানুষ মালামাল হয়ে উঠতে পারেন। এই খেলাও জুয়ায় সামিল এবং এতে লাভ-ক্ষতি জড়িত রয়েছেই। কিন্তু এই সময় নিজের ভাগ্যের জোরে স্বপ্নের সম্ভার হাতে পেয়েছেন উত্তরাখণ্ডের আর এক যুবক।
advertisement
আরও দেখুন
এর আগেও অনেক যুবক এই খেলা থেকে এত টাকা পেয়েছেন, যা তাঁদের জীবন বদলে দিতে পারে। এবার পিথোরাগড়ের বাসিন্দা হীরা সিং ওরফে মোহন সিং আইপিএলের ২১তম ম্যাচে দল গঠন করে জিতেছেন দুই কোটি টাকা। একই সঙ্গে এই ম্যাচে দ্বিতীয় স্থান অধিকার করেছেন উত্তরাখণ্ডেরই আর এক ব্যক্তি। তিনি ৪০ লক্ষ টাকা জিতেছেন।
২ কোটি জিতেছেন হীরা—
জানা গিয়েছে, পিথোরাগড় জেলার বাসিন্দা হীরা সিং আইপিএলে লখনউ এবং পঞ্জাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সাতটি দল গঠন করেছিলেন। তাঁর গঠন করা এক নম্বর দলটি ৯০২ নম্বর স্কোর করে। এই স্কোরই তাঁকে প্রথম স্থান এনে দেয়। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বদলে দেয় জীবনও, রাতারাতি কোটিপতি হয়ে ওঠেন এই যুবক।
আরও দেখুন
একধাক্কায় ২ কোটি টাকা জিতে প্রাথমিক ভাবে বিশ্বাসই করতে পারেননি তিনি। তবে আয়কর কেটে তাঁর অ্যাকাউন্টে ১ কোটি ৪০ লক্ষ টাকা আসার পর বিশ্বাস হয়েছে।
অন্য দিকে, উত্তরাখণ্ডের বীরেন্দ্র সিং রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি জিতে নিয়েছে ৪০ লক্ষ টাকার পুরস্কার। দারুন খুশি দুই পরিবারই।
কোন খেলোয়াড়দের নির্বাচন করা হয়েছিল?
যে দলটি গড়ে হীরা সিংকে ২ কোটি টাকা জিতেছেন সেই দলে তিনি কেএল রাহুলকে অধিনায়ক এবং সিকন্দর রাজাকে সহ-অধিনায়ক করেছিলেন। উইকেটরক্ষক হিসাবে রেখেছিলেন নিকোলাস পুরানকে। অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছিল ম্যাথিউ শ্যাট, স্যাম কারান এবং ক্রুনাল পান্ড্যকে। বোলিংয়ে ছিলেন কাগিসিও রাবাদা, মার্ক উড, রবি বিষ্ণোই এবং যদুবীর সিং চরক।
হীরা সিং ২ বছর ধরে ফ্যান্টাসি লিগ খেলছেন—
সংবাদমাধ্যমকে হীরা জানিয়েছেন, তিনি ক্রিকেটের ভক্ত। ২০২১ সালের নভেম্বর থেকে ড্রিম ১১-এ খেলছিলেন। এই ম্যাচে ৭টি দল করেছেন তিনি। এক নম্বর র্যাঙ্কে এসেও প্রাথমিক ভাবে বিশ্বাস করতে পারেননি। তিনি এবং তাঁর পরিবার খুবই খুশি। দেড় বছরের মধ্যে এই কৃতিত্ব অর্জন করলেন হীরা।
(Disclaimer: ড্রিম ১১ বা অন্য ফ্যান্টাসি লিগ খেলার সঙ্গে আর্থিক ঝুঁকি রয়েছে। নিজের ঝুঁকিতে খেলুন। নিউজ ১৮ এই ধরনের খেলায় উৎসাহিত করে না।)