TRENDING:

জন্মদিনটা ভিলেজেই সেলিব্রেট করলেন দীপা

Last Updated:

জন্মদিনটা ব্রাজিলে ভিলেজের মধ্যেই কাটালেন ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রিও দি জেনেইরো:  জন্মদিনটা ব্রাজিলে ভিলেজের মধ্যেই কাটালেন ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার। ১৪ তারিখ রিও’তে আল্ট্রাভল্টের ফাইনাল। সেই ম্যাচে নামছেন আগরতলার দীপা। তার আগে দীপা জানিয়েছেন, কোনও চাপ নেই। খোলা মনেই ফাইনাল খেলবেন। কারণ, বাকি ইভেন্ট থেকে তিনি বেশি মনসংযোগ করছেন নিজের ভল্টের উপরেই। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, ভল্টের ফাইনালে নামবেন ভারতের দীপা কর্মকার। তারপর থেকে শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন তিনি। এমনকী, দীপাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন জিমন্যাস্ট সিমোনা বেলিসও। এদিকে, ফাইনালের আগে দীপার মোবাইল বন্ধ করে দিলেন কোচ বিশ্বেশ্বর নন্দী।
advertisement

এদিকে লেখিকা শোভা দে’র বিতর্কিত ট্যুইটে অলিম্পিকের মধ্যেই ঝড় ভারতে। গতকাল শোভা দে টুইটে অভিযোগ করেন, অলিম্পিকের নামে রিও’তে ছুটি কাটাতে গিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। তাঁরা যে ভাবে সেলফি পোস্ট করছেন, তাতে বোঝার উপায় নেই এটা অলিম্পিক না টুরিস্ট স্পট। সোশাল সাইটে এই টুইট ভেসে উঠতেই সমালোচনার মুখে পড়েন মুম্বইয়ের বাসিন্দা। পিটি উষা থেকে মিলখা সিং এই টুইটের কড়া সমালোচনা করেন। এক ধাপ এগিয়ে ভারতীয় হকির প্রাক্তন অধিনায়ক বিবেক রাসকুইনার দাবি, কলম ছেড়ে ষাট মিনিট জার্মানি, নেদারল্যান্ডসের মতো দেশের বিরুদ্ধে মাঠে নেমে দেখান লেখিকা। এরমধ্যে রিও’তে হাজির কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। তিনি জানিয়েছেন, ব্যর্থতা কাটিয়ে রিও’তে পদক জিতবে ভারত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
জন্মদিনটা ভিলেজেই সেলিব্রেট করলেন দীপা