TRENDING:

মর্যাদার ম্যাচে জ্বলল লাল-হলুদ মশাল! দিয়ামানতাকোসের জোড়া গোলে ডুরান্ড থেকে মোহনবাগানের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল ইস্টবেঙ্গল

Last Updated:

East Bengal Beat Mohun Bagan By 2-1 Goals: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বির রং লাল-হলুদ। রুদ্ধশ্বাস ম্যাচে 'চিরশত্রু' মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল। ম্যাচে জোড়া করে লাল-হলুদের জয়ের নায়ক দিয়ামানতাকোস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বির রং লাল-হলুদ। রুদ্ধশ্বাস ম্যাচে ‘চিরশত্রু’ মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল। ম্যাচে জোড়া করে লাল-হলুদের জয়ের নায়ক দিয়ামানতাকোস। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের দাপট থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মোহনবাগান। অনিরুদ্ধ থাপা ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে ডুরান্ড থেকে সবুজ-মেরুণের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড।
News18
News18
advertisement

ম্যাচের শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বি দলের তুল্য-মূল্য লড়াই চলছিল। তবে গোলমুখি শট ও আক্রমণের নিরিখে কিছুটা এগিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। যার সুফল ম্যাচের ৩৬ মিনিটে পেল অস্কার ব্রুজোর দল। পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিল দিয়ামানতাকোস। পরিবর্ত হিসেবে মাঠে নেমেই ডার্বিতে প্রথম গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান দিয়ামানতাকোস। বক্সের মধ্যে পিছন থেকে বিপিনকে ফাউল করলেন আশিস। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করলেন দিয়ামানতাকোস। বাঁ দিকে ঝাঁপিয়েছিলেন বিশাল। তবে বল আটকাতে পারেননি।

advertisement

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যেই অনবদ্য আক্রমণ থেকে গোল করে যান দিয়ামানতাকোস। দলগত খেলায় বাজিমাত করে যায় লাল-হলুদ। মহেশের পাস থেকে বক্সের মধ্যে বল পেয়ে যান গ্রীক তারকা। বাঁ পায়ে শট মারেন দিয়ামানতাকোস। মোহনবাগানের আলবের্তোর গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। জার্সি খুলে উৎসব করার কারণে হলুদ কার্ডও দেখেন দিয়ামানতাকোস।

advertisement

যদিও দ্বিতীয়ার্ধে ২ গোলের লিড বেশি সময় ধরে রাখতে পারেন ইস্টবেঙ্গল। গোল খাওয়ার পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। ৬৮ মিনিটে লিস্টন কোলাসোর শট বারে লাগে। ৬৯ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। জটলার মাঝ থেকে বল জালে জড়িয়ে যায়। তারপর ডিফেন্স পোক্ত করে ইস্টবেঙ্গল ও শেষ বাঁশি বাজা পর্যন্ত লিড ধরে রাখে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মর্যাদার ম্যাচে জ্বলল লাল-হলুদ মশাল! দিয়ামানতাকোসের জোড়া গোলে ডুরান্ড থেকে মোহনবাগানের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল ইস্টবেঙ্গল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল