TRENDING:

ডুরান্ড ডার্বিতে প্রথম গোল ইস্টবেঙ্গলের, দিয়ামানতাকোসের গোলে প্রথমার্ধে এগিয়ে লাল-হলুদ

Last Updated:

East Bengal vs Mohun Bagan: গোলমুখি শট ও আক্রমণের নিরিখে কিছুটা এগিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। যার সুফল ম্যাচের ৩৬ মিনিটে পেল অস্কার ব্রুজোর দল। পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিল দিয়ামানতাকোস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডুরান্ড কাপের শেষ আটের লড়াইয়ে প্রথমে গোল করে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বি দলের তুল্য-মূল্য লড়াই চলছিল। তবে গোলমুখি শট ও আক্রমণের নিরিখে কিছুটা এগিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। যার সুফল ম্যাচের ৩৬ মিনিটে পেল অস্কার ব্রুজোর দল। পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিল দিয়ামানতাকোস।
News18
News18
advertisement

এর আগেও ম্য়াচে দুবার জালে বল জড়িয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু একটি ফ্রিকের ভুল ও আরেকটি অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়। আরে পরিবর্ত হিসেবে মাঠে নেমেই ডার্বিতে প্রথম গোল করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দিয়ামানতাকোস। ম্যাচের পিছন থেকে বিপিনকে ফাউল করলেন আশিস। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করলেন দিয়ামানতাকোস। বাঁ দিকে ঝাঁপিয়েছিলেন বিশাল। তবে বল আটকাতে পারেননি।

advertisement

আরও পড়ুনঃ ‘মোহনবাগান আমার মা’, বাবা-মায়ের মৃত্যুর পর কাঁছাও খোলেননি, ডার্বি দেখতে হাজির প্রসেনজিৎ

প্রসঙ্গত, এদিন ম্যাচের প্রথমার্ধের ১৫ মিনিটে ধাক্কা খায় ইস্টবেঙ্গল। চোট পেয়ে মাঠ ছাড়েন হামিদ। পরিবর্ত হিসেবে নামেন দিয়ামানতাকোস। আর প্রথমার্ধে গোল করে তিনিই হয়ে উঠলেন লাল-হলুদ ফ্যানেদের হিরো। গোল পাওয়ার পর ম্যাচের রাশ আরও ধরে নেয় ইস্টবেঙ্গল। প্রথমার্ধে মোহনবাগানের থেকে বেশি নজর কাড়ে ইস্টবেঙ্গলের খেলা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রুজোর দল। দ্বিতীয়ার্ধে মোলিনা ম্যাজিক দেখা যায় কিনা, সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ডুরান্ড ডার্বিতে প্রথম গোল ইস্টবেঙ্গলের, দিয়ামানতাকোসের গোলে প্রথমার্ধে এগিয়ে লাল-হলুদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল