এর আগেও ম্য়াচে দুবার জালে বল জড়িয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু একটি ফ্রিকের ভুল ও আরেকটি অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়। আরে পরিবর্ত হিসেবে মাঠে নেমেই ডার্বিতে প্রথম গোল করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দিয়ামানতাকোস। ম্যাচের পিছন থেকে বিপিনকে ফাউল করলেন আশিস। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করলেন দিয়ামানতাকোস। বাঁ দিকে ঝাঁপিয়েছিলেন বিশাল। তবে বল আটকাতে পারেননি।
advertisement
আরও পড়ুনঃ ‘মোহনবাগান আমার মা’, বাবা-মায়ের মৃত্যুর পর কাঁছাও খোলেননি, ডার্বি দেখতে হাজির প্রসেনজিৎ
প্রসঙ্গত, এদিন ম্যাচের প্রথমার্ধের ১৫ মিনিটে ধাক্কা খায় ইস্টবেঙ্গল। চোট পেয়ে মাঠ ছাড়েন হামিদ। পরিবর্ত হিসেবে নামেন দিয়ামানতাকোস। আর প্রথমার্ধে গোল করে তিনিই হয়ে উঠলেন লাল-হলুদ ফ্যানেদের হিরো। গোল পাওয়ার পর ম্যাচের রাশ আরও ধরে নেয় ইস্টবেঙ্গল। প্রথমার্ধে মোহনবাগানের থেকে বেশি নজর কাড়ে ইস্টবেঙ্গলের খেলা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রুজোর দল। দ্বিতীয়ার্ধে মোলিনা ম্যাজিক দেখা যায় কিনা, সেটাই দেখার।