১৯৮৬ বিশ্বকাপ খেলা হয়েছিল অ্যাডিডাসের সাদা আজটিকা বল দিয়ে। সেই ঐতিহাসিক ম্যাচটির পর বলটি এতদিন তিউনিশিয়ার রেফারি আলি বিন নাসেরের কাছে ছিল। সম্প্রতি বলটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন সেই ম্যাচের রেফারি। নিলামে বলটি বিক্রি হয়েছে ২০ লক্ষ পাউন্ডে। ভারতীয় টাকায় যার মূল্য প্রায় ১৯ কোটি টাকা। তবে আরও বেশি দাম উঠবে বলে আশা করা হয়েছিল।
advertisement
এর আগে ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে দিয়াগো মারাদোনার জার্সিটি বিক্রি হয়েছি ৯.৩ মিলিয়ন ডলারে। বলটি নিলামের তোলার সময় মনে করা হয়েছিল জার্সির দামকেও ছাপিয়ে বলটি। অন্তত ৩ মিলিয়ন ডলার তো দম উঠবেই। তবে জার্সির দামের ধারে কাছেও যেতে পারল না বলটির দাম। এই বলটি কারা বা কোন কোম্পানি কিনেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ কেন ব্রাজিলের জার্সির রং হলুদ, কীভাবে এই জার্সি পেয়েছিল নেইমারের পূর্বসূরিরা
প্রসঙ্গত, ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোলটি করার সময় গোলকিপার পিটার শিল্টন ও মারাদোনা একসঙ্গ লাফ দেয়। মাথায় না লেগে মারাদোনার হাতে লেগে বল জালে জড়িয়ে যায়। যা রেফারির চোখ এড়িয়ে যায়। দ্বিতীয় গোলটির সময় ইংল্যান্ডের ৬ জনকে কাটিয়ে গোলকিপারকে বোকা বানিয়ে গোল করে যা মারাদোনা। যা শতাব্দীর সেরা গোল।