ধনশ্রীর নাচের ভিডিও নিয়ে নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করছেন। কেউ তাঁকে ট্রোল করছেন, আবার কেউ ভিডিওতে যুজবেন্দ্র চাহালকে খুঁজছেন। ধনশ্রী একজন জনপ্রিয় কোরিওগ্রাফার। তিনি সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় থাকেন। ক্রমাগত নাচের ছবি এবং ভিডিও শেয়ার করেন।
আরও পড়ুন- টানা ১৩ ম্যাচে টস হারলেন রোহিত, বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের, ভারতীয় দলে বড় বদল
advertisement
ধনশ্রী বর্মা রবিবার একটি নাচের ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশন লিখেছেন, ‘জাস্ট আ ক্যাজুয়াল সানডে মোড।’ ওই ভিডিওতে তিনি টাচ মি-টাচ মি গানে নাচছেন। নিজের বেডরুমে বসে এই ভিডিও তৈরি করেন তিনি। ধনশ্রীর নাচের মুভ ইন্টারনেটে ভাইরাল। উল্লেখ্য, ধনশ্রী বর্মা পেশায় একজন নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার এবং দাঁতের ডাক্তার।
লকডাউনে অনলাইন নাচের ক্লাস চলাকালীন যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর পরিচয় হয়। চাহাল করোনা লকডাউনের সময় নাচ শেখার জন্য ধনশ্রীর অনলাইন ক্লাসে যোগ দিয়েছিলেন। তার পর সেখান থেকেই তাঁদের আলাপ শুরু হয়েছিল। বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়, ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। ক্রিকেটভক্তরা চাহাল ও ধনশ্রীর জুটি পছন্দ করত।
কয়েকদিন আগে গুঞ্জন ছিল, ধনশ্রী ভার্মা এবং যুজবেন্দ্র চাহাল তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চূড়ান্ত করেছেন। তবে ধনশ্রীর আইনজীবী সম্প্রতি বলেছিলেন, প্রক্রিয়া এখনও চলছে। আইনজীবী বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে। এই নিয়ে প্রচুর ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
ধনশ্রী বর্মার পরিবার সম্প্রতি একটি বিবৃতিতে বলেছে, তারা যুজবেন্দ্র চাহালের কাছ থেকে ৬০ কোটি টাকার ভরণপোষন নেননি। যেসব দাবি করা হচ্ছে তাতে তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ।