TRENDING:

Yuzvendra Chahal : ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’, চাহালের টি-শার্টে লেখার পাল্টা দিলেন ধনশ্রী! আবার ঝামেলা!

Last Updated:

Yuzvendra Chahal-Dhanasree Verma- প্রাক্তন স্বামী যুজবেন্দ্র চাহালের বহুল আলোচিত পডকাস্টে ডিভোর্স নিয়ে প্রথমবার মুখ খোলার পর ধনশ্রী বর্মাও অবশেষে পরোক্ষভাবে নীরবতা ভাঙলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : প্রাক্তন স্বামী যুজবেন্দ্র চাহালের বহুল আলোচিত পডকাস্টে ডিভোর্স নিয়ে প্রথমবার মুখ খোলার পর ধনশ্রী বর্মাও অবশেষে পরোক্ষভাবে নীরবতা ভাঙলেন।
News18
News18
advertisement

তিনি ইনস্টাগ্রামে তাঁর সাম্প্রতিক দুবাই সফরের কিছু ফটো শেয়ার করেন। স্ট্রিট ফুড উপভোগ করা থেকে শুরু করে গোল্ডেন আওয়ারে হাঁটা এবং হিন্দু মন্দির পরিদর্শন, পোস্ট একদিকে শান্তি, অন্যদিকে নস্টালজিয়ায় ভরপুর ছিল।

ধনশ্রী ক্যাপশনে লেখেন, “অনেক দিন পর আবার দুবাইতে ফিরলাম…। এখানে বড় হওয়া আমাকে অনেক গভীর স্মৃতি উপহার দিয়েছে। এখন শহরটাকে এতটা বদলাতে দেখা—অসাধারণ আর আবেগঘন মুহূর্ত। এই সফরের অন্যতম হাইলাইট ছিল সুন্দর হিন্দু মন্দির পরিদর্শন।
এই শহর অন্য সংস্কৃতি আর সম্প্রদায়কে আপন করে নিয়েছে।”

advertisement

সেই পোস্ট অনেকের মতে ধনশ্রী বর্মার পক্ষ থেকে এক পরোক্ষ প্রতিক্রিয়া, যা শান্তি, আত্মপলব্ধি ও জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের ইঙ্গিত দেয়। তা হলে কি ধনশ্রী বার্তা দিতে চাইলেন যে তিনি এখন স্বনির্ভর! যুজবেন্দ্র চাহাল কিছুদিন আগে রাজ শামানির পডকাস্টে তাঁদের ডিভোর্স নিয়ে মুখ খোলেন। আলোচনার কেন্দ্রে থাকা একটি টি-শার্ট নিয়েও কথা বলেন।

advertisement

আরও পড়ুন- টেস্ট ক্রিকেট কি ভবিষ্যতে উঠে যাবে? দাদার ‘জবাব’, ভারতীয় দল নিয়ে সৌরভের বিরাট দাবি

ডিভোর্সের চূড়ান্ত শুনানির দিন চাহাল একটি টি-শার্ট পরে ছিলেন, যাতে লেখা ছিল: “Be Your Own Sugar Daddy”। সেই টি-শার্ট-এর ছবি ভাইরাল হয়ে যায়।অনেকে তা ধনশ্রীকে উদ্দেশ্য করে বলা বলেই ধরে নেন।

advertisement

পডকাস্টে এই টি-শার্ট নিয়ে চাহাল বলেন, “আমার কোনও নাটক করার ইচ্ছে ছিল না, আমি শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম এবং সেটা আমি দিয়েও ফেলেছি।” চাহাল স্পষ্ট করেন যে তাঁর উদ্দেশ্য বিতর্ক তৈরি করা ছিল না, সেখানে তিনি এটাও ইঙ্গিত দেন, তাঁকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করা হয়েছিল ধনশ্রীর দিক থেকে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তিনি বলেন, “অন্য দিক থেকে কিছু একটা ঘটেছিল, তাই আমিও প্রতিক্রিয়া দিই। এখন সামলাও, এখন আর কারও পরোয়া নেই আমার। আমি কাউকে গালি দিইনি, শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম।”

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Yuzvendra Chahal : ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’, চাহালের টি-শার্টে লেখার পাল্টা দিলেন ধনশ্রী! আবার ঝামেলা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল