TRENDING:

Dhanashree Verma on Chahal : '২ মাস পরই বুঝেছিলাম...!' চাহালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ধনশ্রীর, ডিভোর্সের কারণ ফাঁস

Last Updated:

Chahal-Dhanashree- ধনশ্রীর দাবি, তিনি বিয়ের মাত্র ২ মাস পরই জানতে পারেন, চাহাল তাঁর সঙ্গে প্রতারণা করছেন। ধনশ্রী এবং যুজবেন্দ্র ২০২০ সালে বিয়ে করেছিলেন। এই বছরের মার্চ মাসে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের প্রাক্তন স্ত্রী এবং কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা বর্তমানে রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ একজন প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন। এই শো হোস্ট করছেন অশনীর গ্রোভার। শো-র সাম্প্রতিক এপিসোডে ধনশ্রী আবার চাহাল সম্পর্কে আরেকটি চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ করেছেন।
News18
News18
advertisement

ধনশ্রীর দাবি, তিনি বিয়ের মাত্র ২ মাস পরই জানতে পারেন, চাহাল তাঁর সঙ্গে প্রতারণা করছেন। ধনশ্রী এবং যুজবেন্দ্র ২০২০ সালে বিয়ে করেছিলেন। এই বছরের মার্চ মাসে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে।

‘রাইজ অ্যান্ড ফল’-এর সাম্প্রতিক এপিসোডে দেখা যায়, কুব্রা সেত ও ধনশ্রী একসাথে ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছেন। এই সময় কুব্রা ধনশ্রীর কাছে জানতে চান, কখন ধনশ্রী প্রথমবার বুঝতে পেরেছিলেন যে তাদের বিয়ে টিকবে না! ধনশ্রী নিচু গলায় বলেন, “দ্বিতীয় মাসেই বুঝে গিয়েছিলাম আমাদের বিয়ে টিকবে না। দ্বিতীয় মাসেই ধরে ফেলেছিলাম।”

advertisement

এই উত্তরে কুব্রা বেশ অবাক হয়ে যান। এই কথোপকথনের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ধনশ্রী বর্মা এর আগেও চাহালের সঙ্গে বিচ্ছেদ নিয়ে রিয়েলিটি শো-তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।

তিনি আদিত্য নারায়ণের সঙ্গে কথোপকথনে বলেন, “আমাদের বিচ্ছেদ হয়েছে প্রায় এক বছর হতে চলল। এটা খুব দ্রুত হয়েছিল। কারণ সেটা পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়েছিল। তাই যখন লোকজন অ্যালিমনি নিয়ে কথা বলে, সেটা ভুল। শুধু আমি কিছু বলছি না বলে, আপনি যেটা খুশি বলবেন? আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন, কেবল তাদেরকেই বোঝাতে হয় যাদের আপনি গুরুত্ব দেন। যাঁরা আপনাকে চেনেন না, তাঁদের সময় দিয়ে বোঝানোর কোনও মানে হয় না।”

advertisement

আরও পড়ুন- বিয়ের ২ মাসের মধ্যেই ধনশ্রীর সঙ্গে ‘চিটিং’ করেছিলেন চাহাল! হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী

এই বক্তব্যে ধনশ্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাঁর ও চাহালের মধ্যে বিচ্ছেদ শান্তিপূর্ণভাবে এবং সম্মতিতে হয়েছে, এবং যেসব গুজব চারদিকে ছড়াচ্ছে সেগুলোর কোনো ভিত্তি নেই। উল্লেখ্য, যুজভেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার প্রথম পরিচয় হয়েছিল ২০২০ সালের লকডাউনের সময়। একটি অনলাইন ডান্স ক্লাস-এর মাধ্যমে। এরপর ডিসেম্বর ২০২০-তে তাঁরা গুরগাঁওতে বিয়ে করেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Dhanashree Verma on Chahal : '২ মাস পরই বুঝেছিলাম...!' চাহালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ধনশ্রীর, ডিভোর্সের কারণ ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল