১৯৯৬ সালে লর্ডসে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারও ১০৩ বছর আগে লর্ডসে অভিষেক ম্যাচেই সফরকারী দলের ব্যাটসম্যান হিসাবে শতরান করেছিলেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম। ১৮৯৩ সালের জুলাই মাসে করেছিলেন এমন রেকর্ড। গ্রাহাম ও সৌরভের পর এবার লর্ডসে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখালেন কনওয়ে। তবে ইংল্যান্ডের ম্যাট প্রায়রও লর্ডসে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। ১৩১ রানের ইনিংস খেলতে গিয়ে সৌরভ বাউন্ডারি মেরেছিলেন ২০টি। এদিন কনওয়ে চার মারলেন ১৬টি। ধীরে-সুস্থে খেলা ইনিংস তাঁর।
advertisement
টি-২০ ক্রিকেট খেলে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন কনওয়ে। সাত মাস আগের কথা। টি-২০ ও একদিনের ক্রিকেটে প্রতিভার ছাপ রেখেছেন তিনি। ১৪টি টি-২০ খেলে চারটি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। আর এবার টেস্ট ক্রিকেটেও নিজের জাত চিনিয়ে দিলেন কনওয়ে। গত বছর ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নেমেই ৯৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। একদিনের কেরিয়ারে তিনটি ম্যাচই খেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে। শেষ দুটি ম্যাচে রান করেছেন যথাক্রমে ৭২ ও ১২৬। এদিন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের একের পর এক অস্ত্র অবলীলায় সামলাচ্ছিলেন এই কিউয়ি ব্যাটসম্যান।
