TRENDING:

Sourav Ganguly: '৯৬-এর সৌরভ হলেন কনওয়ে! অভিষেক সেঞ্চুরিতে লর্ডস রাঙালেন কিউয়ি ব্যাটসম্যান

Last Updated:

১৯৯৬ সালে লর্ডসে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ২৫ বছর আগের কথা। এমনই জুন মাস। সেদিনের সৌরভ গঙ্গোপাধ্যায়, আজকের ডেভন কনওয়ে। জীবনের মতো ক্রিকেটেরও কিছু অতীতের প্লট যেন বর্তমানে ফিরে ফিরে আসে। সেদিন সৌরভের ১৩১ রানের ইনিংস যেন এদিন কনওয়ের ১৩৬ রানের প্রতিফলন। লর্ডসে সেদিন মুগ্ধতা ছড়িয়েছিলেন সৌরভ। আর কনওয়ে এদিন ব্রিটিশদের নাকের ডগায় দাঁড়িয়ে জেদ কাকে বলে দেখালেন! ২৪০ বল খেললেন তিনি। দাঁতে দাঁত চেপে সারাদিন উইকেটে পড়ে থাকলেন। সফরকারী দলের হয়ে লর্ডসে অভিষেক হওয়া ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করলেন কনওয়ে। বিশ্বের টেস্ট ইতিহাসে এমন বিরল কাণ্ড ঘটল এই নিয়ে তৃতীয়বার।
advertisement

১৯৯৬ সালে লর্ডসে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারও ১০৩ বছর আগে লর্ডসে অভিষেক ম্যাচেই সফরকারী দলের ব্যাটসম্যান হিসাবে শতরান করেছিলেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম। ১৮৯৩ সালের জুলাই মাসে করেছিলেন এমন রেকর্ড। গ্রাহাম ও সৌরভের পর এবার লর্ডসে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখালেন কনওয়ে। তবে ইংল্যান্ডের ম্যাট প্রায়রও লর্ডসে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। ১৩১ রানের ইনিংস খেলতে গিয়ে সৌরভ বাউন্ডারি মেরেছিলেন ২০টি। এদিন কনওয়ে চার মারলেন ১৬টি। ধীরে-সুস্থে খেলা ইনিংস তাঁর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

টি-২০ ক্রিকেট খেলে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন কনওয়ে। সাত মাস আগের কথা। টি-২০ ও একদিনের ক্রিকেটে প্রতিভার ছাপ রেখেছেন তিনি। ১৪টি টি-২০ খেলে চারটি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। আর এবার টেস্ট ক্রিকেটেও নিজের জাত চিনিয়ে দিলেন কনওয়ে। গত বছর ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নেমেই ৯৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। একদিনের কেরিয়ারে তিনটি ম্যাচই খেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে। শেষ দুটি ম্যাচে রান করেছেন যথাক্রমে ৭২ ও ১২৬। এদিন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের একের পর এক অস্ত্র অবলীলায় সামলাচ্ছিলেন এই কিউয়ি ব্যাটসম্যান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: '৯৬-এর সৌরভ হলেন কনওয়ে! অভিষেক সেঞ্চুরিতে লর্ডস রাঙালেন কিউয়ি ব্যাটসম্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল